কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা যাত্রীবাহী স্লিপার বাস ও মিনি পিকআপ এর সংঘর্ষে আব্দুল জব্বার (১৮) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। নিহত আব্দুল জব্বার লালমনিহাট জেলার সদর থানার মরণখা গ্রামের ফজলে হকের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (০৮ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায়। মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা চিওড়া রাস্তা মাথায় পুরাতন চট্টগ্রামগামী মহাসড়ক থেকে টাইস বোঝাই পিকআপ (ঢাকা- মেট্রো ন ১৩ - ৪১ ৪৭) পশ্চিম দিকে ধোরকরা যাওয়ার উদ্দেশ্যে ঢাকাগামী মহাসড়ক ক্রস করার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস স্লিপার বাসটি (ঢাকা মেট্রো -ব -১৪ - ৬৭৬৮) দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে স্লিপার বাসের সামনের অংশ দুমড়ে মুছে যায়। এতে ঘটনাস্থলে পিকআপ এর উপরে বসে থাকা একজন নিহত হয় এবং স্লিপার বাসের ১৪ যাত্রী আহত হয়।
আহতরা হলেন শরীফ (২৮), ইমরান হোসেন ( ৩৬), শান্তা ইসলাম (২৯), ফাহিম (২৬), মাজহারুল হক (২৫), রিয়াজ হোসেন (২৬), আশরাফুল ইসলাম (২৮), শায়েস্তাবিন হায়দার (২৯), সাইমা তাবাসসুম (২৫), ইতি আক্তার (২৩), রিপন (২৮), মিলন (২৬), শহিদুল ইসলাম (৩৬) ও সুমাইয়া আক্তার (২৬)।
আহত স্লিপার বাসের যাত্রী ঢাকা যাত্রাবাড়ীর বাবু জানান তারা ৮ বন্ধু কক্সবাজার কলাতলী থেকে সোমবার সকাল ১১ টায় একে ট্রাভেলস স্লিপার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আমাদের তিন বন্ধু গুরুতর আহত হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। মহাসড়ক স্বাভাবিক রয়েছে।
পিএ/টিএ