বাংলাদেশি বিনোদন দুনিয়ায় আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সম্পর্কের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি যেমন দৃঢ়, তেমনি সত্যিটা বলতে তিনি দ্বিধাহীন। এক আলাপে নিজের মনোজগত খুলে বলেছেন নিজেকে তিনি যথেষ্ট লয়্যাল মনে করেন, কিন্তু প্রেমে পড়ার অনুভূতিকে তিনি একইসঙ্গে উপভোগও করেন।
স্বস্তিকার ভাষায়, কেউ যদি সম্পর্কের ক্ষেত্রে শতকরা একশোর মধ্যে নব্বই ভাগ সততা দেখান, তবে তিনি বিনিময়ে একশো দশ ভাগ দিয়ে দিতে প্রস্তুত। কিন্তু সামান্য টানাপোড়েন বা আচরণে এদিক-ওদিক হলে তিনি আর ফিরে তাকান না। তাঁর মতে, সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে আর সেই বিশ্বাসে সামান্য ফাটল দেখা দিলেই তিনি নিজেকে সরিয়ে নিতে জানেন।
ব্যক্তিগত অনুভূতির এই সাহসী প্রকাশে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে স্বস্তিকা দত্ত। পেশাদার জীবনে যেমন সোজাসাপ্টা, সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তেমনই দৃঢ় ও আত্মবিশ্বাসী তিনি।
এসএস/টিকে