ক্ষমতাচ্যুতরা পালিয়ে যাওয়ার সময় অর্থের বিনিময়ে যেসব রাজনীতিবিদ তাদের সহযোগিতা করেছে, তাদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। তিনি বলেন, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। এসময় পাচার হওয়া দেশ থেকে অর্থ ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগে সরকারের কাছে আহ্বান জানান।
অপরদিকে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদরা দুর্নীতি না করলে সমাজে পচন ধরবে না।
এর আগে, সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে, দুদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
টিজে/টিকে