টলিউডের জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় আবারও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনায় এলেন। তবে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন, তিনি ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সাম্প্রতিক এক ফেসবুক বার্তায় শন বলেন, তিনি এমন সম্পর্কে বিশ্বাস করেন না যেখানে কাজ শেষ হলেই বন্ধুত্বও শেষ হয়ে যায়।
শন পরিষ্কার ভাষায় উল্লেখ করেন, সৃজলার সঙ্গে তার বন্ধুত্ব আজও অটুট। তাদের ব্যক্তিগত সম্পর্ক বা অতীত নিয়ে নানা গুজব ও আলোচনা চললেও, অভিনেতা জানিয়ে দিয়েছেন এই প্রসঙ্গে তার বলার মতো আর কিছু নেই।
টলিউডের ব্যস্ত তারকা শন বর্তমানে একাধিক কাজে যুক্ত। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠলেও, তিনি কাজ আর সম্পর্ক দুটিই আলাদা রেখেই চলতে পছন্দ করেন। তার কথায় বোঝা যায়, মানবিক সম্পর্কের প্রতি তার শ্রদ্ধা অটুট এবং যত আলোচনা-সমালোচনাই হোক, তিনি নিজের সীমারেখা বজায় রাখতে চান।
শন-সৃজলার সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল কম নয়। তবে শনের এই স্পষ্ট অবস্থান জানিয়ে দিল, তিনি বন্ধুত্বকে সম্পর্কের অতীত বা বর্তমান দিয়ে বিচার করেন না। আর ব্যক্তিগত অনুভূতি তিনি সামনাসামনি না বললেও, তার কথার সুরেই বোঝা যায়-বন্ধুত্ব তার কাছে এখনও ততটাই মূল্যবান।
আরপি/টিকে