বলিউডের রাজা শাহরুখ খান সবসময়ই ভক্তদের কাছে প্রিয় তার ব্যক্তিত্ব, রসবোধ আর অকপট স্বীকারোক্তির জন্য। এবার নিজের শৈশবের এক গল্প শোনালেন তিনি, যা ভক্তদের এক নতুন দিক দেখাল তার দুষ্টুমি আর আবেগের মিশ্রণে গড়া কিশোর বয়সের স্মৃতি।
শাহরুখ জানান, তার স্কুলজীবনে শিক্ষকরা বলতেন তার হাসিতে নাকি লুকিয়ে থাকে একরাশ শয়তানি। আর সত্যিই, সেই হাসি দিয়েই তিনি রক্ষা পেয়ে যেতেন নানা দুষ্টামি থেকে। রসায়ন ল্যাবে তিনি নাকি এমন কিছু জিনিস ছিঁড়ে ফেলতেন যার শাস্তি হওয়া উচিত ছিল কঠিন। কিন্তু ধরা পড়লে তিনি কাঁদতেন, আর বলতেন যে বাড়িতে বাবা মা খুব খারাপ আচরণ করেন। তারপর শিক্ষককে নিজের মায়ের মতো মনে করার গল্প শোনাতেন।
শাহরুখের এই কৌশলে শিক্ষকও নরম হয়ে যেতেন। তিনি চোখের জল মুছিয়ে দিতেন, বলতেন ঠিক আছে বাবা, আমি তোমার মায়ের মতোই। শাহরুখের সেই সময়কার এই আচরণে রয়েছে শিশুসুলভ দুষ্টুমি, আবার আছে শিক্ষক শিক্ষার্থীর এক কোমল সম্পর্কের রূপ।
আজ এত বড় তারকা হলেও, শাহরুখের এই স্মৃতিচারণ তার মানবিক দিকটাই আবার সামনে আনে। দেখায়, তার সাফল্যের পেছনে শুধু প্রতিভা নয়, আছে গভীর আবেগ, স্মৃতি আর মানুষের প্রতি অনুরাগ।
আরপি/টিকে