ভারতীয় সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে মানুষ কেউ কারোর উপর রাগ থাকলে তা ফোন বা মেসেজের মাধ্যমে জানানোর বদলে সরাসরি ফেসবুক লাইভে প্রকাশ করে দেন।
পৌষালী জানান, এই বিষয়টি তার জন্য ভীষণ ভীতিকর। মাত্র এক সেকেন্ডে কয়েক কোটি মানুষ ভিডিওটি দেখে ফেলতে পারে, যা ব্যক্তিগত বিষয় দ্রুত জনসমক্ষে চলে আসে। তার মতে, এতে খুব একটা লাভের লাভ নেই, বরং মানসিক চাপ ও ঝুঁকি বাড়ে।
শিল্পী আরও বলেন, ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব অস্বীকার করা যায় না, কিন্তু ব্যক্তিগত বিষয় ও সম্পর্ক নিয়ে মুহূর্তের আবেগ প্রকাশের ফলে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই তিনি নিজে এই ধরনের লাইভ প্রকাশ থেকে দূরে থাকার পক্ষে।
পৌষালীর মন্তব্য বর্তমান যুগে ব্যক্তিগত সীমারেখা ও সামাজিক যোগাযোগের প্রভাব নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তার অভিজ্ঞতা ভক্ত ও সমাজের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
আরপি/টিকে