সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে গত নভেম্বর মাসে বিপুল পরিমাণ পণ্য, অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পুরো মাসজুড়ে অভিযানে মোট ১৬৮ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির মিডিয়া কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত নভেম্বর মাসে বিজিবি মোট ২ কেজি ২৬৬.২২ গ্রাম স্বর্ণ, ১২১ গ্রাম রুপা, ১৭২৩৪টি শাড়ি, ২১৩৩৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২৭৪৫০টি তৈরি পোশাক, ৯৭৪০ মিটার থান কাপড়, ৩ লাখ ৪০ হাজার ৩৮০টি কসমেটিকস, ৬৫৬৪ পিস ইমিটেশন গহনা, ১০ লাখ ৯ হাজার ৪২১টি আতশবাজি ও ৬২১৬ ঘনফুট কাঠ জব্দ করে।
এ ছাড়া ১২৮৪ কেজি চা পাতা, ১১৪৭৯ কেজি সুপারি, ৬৬৫৪৬ কেজি কয়লা, ১২৮৯০ ঘনফুট পাথর, ৫৯৭ কেজি জাল-সুতা, ১৫১৭৮টি প্লাস্টিক/ইলেকট্রনিকস সামগ্রী, ৪৪৫টি মোবাইল ফোন, ১৫১৪৫টি মোবাইল ডিসপ্লে, ৭৩৫৬৪টি চশমা, ৩৭৬৯০ কেজি জিরা, ৪৯৭০ কেজি চিনি, ১ লাখ ৬৩ হাজার ৪৯০ কেজি পেঁয়াজ এবং ১৭৩১ কেজি রসুনসহ বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও কৃষি উপকরণ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ৪৮৫ লিটার ডিজেল, ১ লাখ ৬৮ হাজার ২১টি চকলেট, ৮১৯টি গরু/মহিষ, বিভিন্ন ধরনের মোট ১০৪টি যানবাহন এবং ১৭৯টি নৌকা জব্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে– ৪ টি দেশীয় পিস্তল, ১টি হ্যান্ড গ্রেনেড, ২টি ম্যাগাজিন, ১৯ রাউন্ড গুলি, ২ কেজি ৩০০ গ্রাম গান পাউডার, ৩টি মাইন, ৬টি ককটেল এবং ৯টি অন্যান্য অস্ত্র।
বিজিবির এই মিডিয়া কর্মকর্তা আরও জানান, গত মাসে সীমান্তে মাদকবিরোধী তৎপরতায় ২০ লাখ ৫৮ হাজার ৭৮৯ পিস ইয়াবা, ১৯৩ গ্রাম হেরোইন, ৩৭১৪ বোতল ফেনসিডিল, ৭১৭৬ বোতল বিদেশি মদ, ২০৩.৯ লিটার বাংলা মদ, ৬০৮ ক্যান বিয়ার, ১৫২৬ কেজি ৫০ গ্রাম গাঁজা, ১১৭৮৫১ প্যাকেট সিগারেট/বিড়ি, ৫০৫৮৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩৪৬৩ বোতল ইস্কাফ সিরাপ, ৮১৫৬টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৫৬,১২০টি মদ তৈরির বড়ি এবং ৭ লাখ ৬৭ হাজার ৯২৩ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ঔষধ।
বিজিবি অভিযানে অভিযানের সময় গতমাসে ১৫৯ জন চোরাচালানি এবং সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৭ জন বাংলাদেশি ও ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।
এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক হওয়া ৪০৩ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান এই মিডিয়া কর্মকর্তা।
ইএ/এসএন