চট্টগ্রাম নগরের উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে নগর সেবা ব্যবস্থা জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম নগরের উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করতে নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, বন্দরনগরীর উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সমন্বিত নগর সেবা ব্যবস্থা জরুরি, যা নগর সরকার ছাড়া সম্ভব নয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) চসিক কার্যালয়ে আমেরিকান দূতাবাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র।

প্রতিনিধি দলে ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক-অর্থনৈতিক কাউন্সেলর ইরিক গিলান এবং রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে চট্টগ্রামের উন্নয়ন সেবায় একাধিক সংস্থা আলাদাভাবে কাজ করায় সমন্বয়ের ঘাটতি প্রকট হয়ে উঠেছে। এক সংস্থা সড়ক নির্মাণ করে, কিছুদিনের মধ্যেই অন্য সংস্থা এসে তা কেটে ফেলে। একই প্রকৃতির প্রকল্পও বিভিন্ন সংস্থা আলাদাভাবে বাস্তবায়ন করছে। এই সমন্বয়হীনতা নগরের পরিকল্পিত উন্নয়নের বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে নগর সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

তিনি জানান, নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করা হয়েছে। নগর সরকার প্রতিষ্ঠা হলে মেয়রের হাতে প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা থাকায়, নগরের সব উন্নয়ন সংস্থাকে সমন্বয় করে একটি নির্দিষ্ট পরিকল্পনার আওতায় আনা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মেয়র বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।

তিনি জানান, নগরকে নিরাপদ করতে সিসিটিভি নজরদারি জোরদারের লক্ষ্যে একটি বৃহৎ প্রকল্প নেওয়া করা হয়েছে। প্রথম ধাপে প্রধান সড়কগুলো এবং পরবর্তী ধাপে লেন ও বাই-লেনগুলো পর্যায়ক্রমে সিসিটিভির আওতায় আনা হবে।

চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মেয়র ডা. শাহাদাত। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের অংশগ্রহণ ছাড়া টেকসই নগর উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য হেলথ কার্ড চালু, গুরুত্বপূর্ণ মোড়ে ব্রেস্টফিডিং সেন্টার স্থাপন, নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে পণ্য কেনার স্মার্ট কার্ড বিতরণ এবং শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে নগরজুড়ে খেলার মাঠ নির্মাণের কাজ চলমান রয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হলে স্থিতিশীল আইন-শৃঙ্খলা নিশ্চিত করা কঠিন। একটি নির্বাচিত সরকারই দেশের সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন– চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল এবং রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বাঙালির প্রেমদিবসে বিয়ে, লাল বেনারসিতে 'পাখির' কনে সাজ Jan 24, 2026
রাষ্ট্রযন্ত্রের মতো মূল্যবান যন্ত্র অনভিজ্ঞ কাউকে চালাতে দেওয়া কি উচিত? Jan 24, 2026
তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত Jan 24, 2026
img
শিবির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান Jan 24, 2026
দ্বিমুখী নীতি নিয়ে ফারুকীর তীব্র সমালোচনা Jan 24, 2026
পাকিস্তানের কৌশলে সুপার সিক্সে জিম্বাবুয়ে Jan 24, 2026
ছেলেদের হারের প্রতিশোধ নিয়ে শিরোপার দ্বারপ্রান্তে সাবিনারা! Jan 24, 2026
img
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ Jan 24, 2026
img
বাগেরহাটে ছুটির দিনেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা Jan 24, 2026
img
আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী Jan 24, 2026
img
আজ গাইবান্ধা-সিরাজগঞ্জে আসছেন জামায়াত আমির Jan 24, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের প্রতিটি দলই যুক্ত: ফরহাদ মজহার Jan 24, 2026
img
নির্বাচনের আগের দিন থেকে কেন্দ্র পাহারার আহ্বান রুমিন ফারহানার Jan 24, 2026
img
দেশি-বিদেশি ষড়যন্ত্র অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় : জোনায়েদ সাকি Jan 24, 2026
img
সাতক্ষীরা-৩ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ Jan 24, 2026
img
গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫ Jan 24, 2026
img
মধ্যরাতে ঢাকা কলেজে উত্তেজনা Jan 24, 2026
img
৬ লাখ টাকা ব্যয়ের ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল Jan 24, 2026
img
কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ইসলামী আন্দোলনের নেতার Jan 24, 2026
img
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির Jan 24, 2026