২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। মঙ্গলবার সেই বিয়ে পূর্ণ করল চার বছর। এদিকে গত ৭ নভেম্বর শিশুপুত্রকে স্বাগত জানিয়েছেন তারকা দম্পতি। অবশেষে ফের ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ফের একসঙ্গে দেখা গেল। মা হওয়ার পর এই প্রথম সোশাল মিডিয়ায় দেখা গেল ক্যাটরিনাকে। দু’জনের ঘনসন্নিবদ্ধ ছবির মুচমুচে ক্যাপশনও দিয়েছেন নায়ক। লিখেছেন ‘আজকের দিনটা উদযাপন করছি… আনন্দিত, কৃতজ্ঞ চিত্তে, ঘুমও উড়েছে। নিজেদের চতুর্থ বার্ষিকীর শুভেচ্ছা।’
ছবিতে দেখা যাচ্ছে, ভিকি কাছে টেনে নিয়েছেন স্ত্রীকে। তাঁর বুকে মাথা রেখে হাসছেন ক্যাটরিনা। ভিকি যেন চোখে হারাচ্ছেন তাঁকে। এদিকে ক্যাটরিনার লুক কার্যতই ‘নো মেকআপ লুক’। একদিকে বিবাহবার্ষিকী, অন্যদিকে সন্তানের মা হওয়ার আনন্দ। দুই-ই উপচে পড়ছে দু’চোখে। ছবিতে দু’জনের রসায়ন একেবারে স্পষ্ট। স্বাভাবিক ভাবেই প্রিয় তারকাদের একসঙ্গে দেখে খুশি নেটিজেনরাও।
বিয়ের চার বছরেও প্রেমে হাবুডুবু খান তারকা দম্পতি। তবে কোনওদিনই নিজেদের দাম্পত্য নিয়ে খোলামেলা মন্তব্য করেননি ভিকি কিংবা ক্যাটরিনার কেউই। ‘বেডরুম সিক্রেট’ লাইমলাইটের অন্তরালে রাখতেই পছন্দ করেন তাঁরা। যদিও সম্প্রতি কাজল-টুইঙ্কলের ‘রসিক প্রশ্নবাণে’র মুখে ভিকি কৌশল জানিয়ে দেন তাঁদের দাম্পত্যের আগুনে রসায়নের রহস্য। ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ টক শোয়ের এক সম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন ভিকি কৌশল। সেখানেই অভিনেতাকে দাম্পত্য চাঙ্গা রাখার টিপস জিজ্ঞেস করেন শোয়ের দুই সঞ্চালিকা। ভিকি কৌশলের উদ্দেশে কাজল-টুইঙ্কল প্রশ্ন ছোড়েন, স্বামী-স্ত্রী’র মধ্যে ভালো কথোপকথন না তৃপ্ত যৌনমিলন, কোনটা সম্পর্কে বেশি জরুরি? জবাবে অভিনেতা বলেন, “কথাবার্তা তো চলতেই থাকে সবসময়ে। তবে ঘন ঘন যৌনমিলন মাস্ট!”
গত ৭ নভেম্বর সোশাল মিডিয়ায় সুসংবাদ দেন ভিকি। ছেলে হওয়ার খবর জানিয়ে লেখেন, ‘ব্লেসড।’ এরপরই খুশির জোয়ার বয়ে যায় বিনোদুনিয়ায়। আগেই জানা গিয়েছিল, মা হওয়ার পর কাজ থেকেও দীর্ঘ বিরতি নিতে চলেছেন ক্যাটরিনা। যদিও বিয়ের পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা সচেতন হয়ে উঠেছেন তিনি। পর্দাতেও তাঁকে তুলনামূলক কম দেখা যায়। এবার খবর, কৌশলদের বউমা ক্যাট সুন্দরী আপাতত মাতৃত্বের ইনিংসকেই উপভোগ করতে চান।
এবি/টিকে