হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ ১৯ এর বিজয়ী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না। জিতেছেন ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার। এর আগে টেলি পর্দার আরও এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মঞ্চেও ক্যারিশ্মা দেখিয়েছিলেন গৌরব। তবে সাম্প্রতিককালে
এই নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গৌরব বলেন, “এসব একপ্রকার ভিত্তিহীন অভিযোগ। এগুলোতে পাত্তা না দেওয়াই উচিত। আমি এগুলোর কোনও উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। যে যা পারছে বলুক। আমি এই পৃথিবীর সকলকে খুশি করতে আসিনি। কিন্তু হ্যাঁ, তাঁদের মধ্যে থেকেও কেউ কেউ আমাকে পছন্দ করেন, ভালোবাসেন এটাই আমার সবথেকে বড় পাওনা।”
‘বিগ বস’-এর ঘরে এই জয় প্রসঙ্গে গৌরব বলেন, “অনেকেই অনেক কিছু বলবেন। কিন্তু, আমি জানি আমি সঠিক পথেই এই রিয়ালিটি শোয়ের মঞ্চে জয় লাভ করেছি। আমি কোনও ছল করিনি। এমনকী আমি এমন কোনও পরিস্থিতি তৈরি করিনি যা নিয়ে চর্চা করা যায়। আমি সকালে উঠে ডিজাইনার জামাকাপড় পরে, মুখে মেকআপ করতে করতে দিন শুরু করিনি। কারও সঙ্গে বাগবিতণ্ডাতেও জড়াইনি। আমি আমার প্রতিদিনের জামাকাপড়েই সেখানে দিন কাটিয়েছি। চপ্পল পায়ে দিয়ে জিম করেছি, আবার আটাও মেখেছি। আমার এত টাকা নেই যে আমি টাকার বিনিময়ে শো জিতব। কাজেই যারা এসব বলছে তাঁদের এসব বলতে দিন।”
এবি/টিকে