রাজধানীর পূর্বাচলে ওভারটেক করার সময় একটি ডিমবাহী পিকআপকে ধাক্কা দিয়েছে বেপরোয়া একটি প্রাইভেটকার। এতে সড়ক বিভাজকের পাশেই উল্টে যায় পিকআপটি। আর সড়কে পড়ে নষ্ট হয়ে যায় কয়েক হাজার ডিম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পূর্বাচলে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, গাজীপুর থেকে ঢাকাগামী ডিমবাহী পিকআপকে ওভারটেক করার চেষ্টা করছিল দ্রুতগতির একটি প্রাইভেট কার। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পিকআপকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে সড়ক বিভাজকের পাশে উল্টে যায় পিকআপটি। রাস্তায় পড়ে ভেঙে গাড়িতে থাকা সব ডিম।
এ ছাড়া প্রাইভেট কারটি উঠে যায় সড়ক বিভাজকের ওপর। এতে গাড়িটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এবি/টিকে