স্কুলের মাঠে সকালবেলার রোদ তখনও তরতাজা। সেই আলোয় ছুটে বেড়াচ্ছে ছোট্ট ইউভান চক্রবর্তী। বয়স মাত্র পাঁচ, কিন্তু দৌড়ঝাঁপে তার আগ্রহ দেখলে মনে হয় যেন খেলাধুলা তার রক্তে মিশে আছে। চার বছর থেকেই সাঁতারের জলে ভাসতে শেখা, আবাসনের মাঠে বাবার সঙ্গে ফুটবল আর ব্যাট-বলের মেলায় ঘাম ঝরানো সব মিলিয়ে ইউভানের দিনগুলো যেন খেলাধুলার উৎসবে ভরা। রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ব্যস্ত জীবনের মাঝেও ছেলে যাতে খেলাধুলায় মজা পায়, তার জন্য তারা বরাবরই ছিলেন উৎসাহী। তাই এবার স্কুলের স্পোর্টর্স ডে-তে ইউভানের হাতে তিনটি মেডেল দেখে আনন্দে চোখ ভিজে উঠল দুজনেরই।
সকালে শুভশ্রী যখন ছেলের স্পোর্টর্স ডে-র কয়েকটি ছবি পোস্ট করলেন, অনুরাগীদের নজর তাতেই গিয়ে থামল। কখনও সাথীদের সঙ্গে দৌড়ে এগিয়ে যাচ্ছে ইউভান, কখনও ভিকটরি স্ট্যান্ডে দাঁড়িয়ে গলায় মেডেল ঝুলিয়ে নিখাদ হাসিতে ভরিয়ে দিচ্ছে চারপাশ। প্রথম, দ্বিতীয় মোট তিনটি পদক তার ঝুলিতে। সেই উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি শুভশ্রী। স্নেহভরা গলায় লিখেছেন, ‘আমার হিরো।’ ছবিগুলোতে দেখা যায়, মেডেলজয়ী ছেলেকে চুমু খেয়ে আশীর্বাদ করছেন তিনি। মুহূর্তেই সেই পোস্ট ভরে যায় অনুরাগীদের শুভেচ্ছায়।
স্টারকিডদের জীবন সবসময়ই লাইমলাইটের মাঝে থাকে। রাজ-শুভশ্রীর ছেলে ইউভানও তার ব্যতিক্রম নয়। জন্ম থেকেই সংবাদমাধ্যমের নজর তার ওপর। কখনও শুটিং সেটে গিয়ে মাইক হাতে ‘অ্যাকশন-কাট’ বলা সে, কখনও অক্ষরচর্চা বা খেলাধুলার ছোট ছোট মুহূর্ত সবই অনুরাগীদের কাছে একেকটা আনন্দের গল্প। মুখ্যমন্ত্রী পর্যন্ত তাকে স্মার্ট বাচ্চা বলে প্রশংসা করেছিলেন। এবার সেই প্রশংসার তালিকায় যোগ হলো আরও একটি পালক খেলাধুলাতেও পাশ নম্বর নয়, বরং চ্যাম্পিয়ন হয়ে ফিরল রাজপুত্র ইউভান।
আরপি/এসএন