অভিনেতা আমির খানের নতুন ছবিকে কেন্দ্র করে যে জল্পনা তুমুল গতি পেয়েছিল, অবশেষে সেই গুঞ্জনে নিজেই পুরো বিরাম টানলেন তিনি।
জানালেন, পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত সুপারহিরো প্রজেক্ট একেবারেই বন্ধ হয়নি, বরং এগোচ্ছে নিজস্ব ছন্দে। খুব শিগগিরই পুরো চিত্রনাট্যের বর্ণনা শোনার জন্য লোকেশের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান আমির। এতে ভেস্তে গেল সেই সব খবর, যেখানে বলা হচ্ছিল প্রকল্পটি নাকি ঝুলে গেছে।
জল্পনার শুরুটা হয়েছিল ‘কুলি’ ছবিতে আমিরের বিশেষ উপস্থিতি আশানুরূপ সাড়া না ফেলায়। এরই মধ্যে লোকেশকে অন্য একটি ছবির সম্ভাব্য পরিকল্পনায় আলোচনায় দেখা যায় দক্ষিণের জনপ্রিয় নায়ক আল্লু অর্জুনের সঙ্গে। দুটো ঘটনাকে ঘিরে তৈরি হয় নানা গুঞ্জন তাহলে কি আমির-লোকেশের সুপারহিরো সিনেমা আর হচ্ছে না? অবশেষে আমির নিজেই স্পষ্ট জানিয়ে দিলেন, গত মাসেই লোকেশ তার সঙ্গে যোগাযোগ করেছেন, গল্প নিয়ে আবারও আলোচনা করতে।
বলিউডের অন্যতম সূক্ষ্ম অভিনয়শিল্পীর সঙ্গে তামিল চলচ্চিত্রের সমসাময়িক সবচেয়ে গতিশীল পরিচালকের এই সহযোগিতা নিয়ে বহুদিন ধরেই আগ্রহ তুঙ্গে। তাদের মিলিত প্রয়াস ভারতীয় সিনেমায় সুপারহিরো ধারার গল্প বলায় নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে বলে মনে করছেন অনুরাগীরা। বিশেষ করে কিছুদিনের বিরতির পর বড় মাপের ছবিতে আমিরের ফেরাটাও এই প্রজেক্টকে আরও গুরুত্ব দিয়েছে।
সব মিলিয়ে অনুরাগীদের প্রত্যাশা চূড়ায় সম্ভবত ভারতীয় চলচ্চিত্রের এক নতুন সুপারহিরো কাহিনি তৈরির পথে হাঁটছে দুই শিল্পস্রষ্টা।
আরপি/এসএন