বিগ বস এর সাম্প্রতিক এক পর্বে হঠাৎ চমকে দিলেন সালমান খান। এক প্রতিযোগীর সঙ্গে আড্ডায় হেসে বলেই দিলেন ‘আমি তো এখন কিক ২ করছি।’ দীর্ঘদিনের গুঞ্জন এবার তাই পাকাপাকিভাবে সত্যি।
২০১৪ সালে মুক্তি পাওয়া কিক ছিল সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালিত ও প্রযোজিত একটি সুপারহিট ছবি। রবি তেজার তেলেগু ছবির রিমেক হলেও বলিউডে এটি হয়েছিল বাম্পার ব্লকবাস্টার। বহু বছর ধরে সিক্যুয়েল নিয়ে আলোচনা চললেও নানা কারণে থেমে ছিল প্রকল্পটি। এবার সেই জট কাটল।
এখন পর্যন্ত যা জানা গেছে
‘কিক ২’ আনুষ্ঠানিকভাবে ডেভেলপমেন্টে
গল্প, অভিনয়শিল্পী-সবই এখনো গোপন রাখছেন সালমান
সাজিদ নাদিয়াদওয়ালাই থাকছেন প্রযোজক হিসেবে-এমনটাই ইঙ্গিত
এদিকে সালমান ব্যস্ত আছেন অপূর্ব লাখিয়ার পরিচালনায় তৈরি ‘দ্য ব্যাটল অব গালওয়ান’ ছবিতে। ২০২০ সালের ভারত-চীন গালওয়ান সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় তুলে ধরা হবে কর্নেল সন্তোষ বাবুর বীরত্বগাথা।
‘কিক ২’, ‘দ্য ব্যাটল অব গালওয়ান’সহ আরও বেশ কিছু বড় প্রকল্প হাতে নিয়ে সালমান খান যেন নতুন করে ঘোষণা দিচ্ছেন-মেগাস্টার কামব্যাকের সময় এসে গেছে।
আরপি/এসএন