বলিউড অভিনেতা অক্ষয় কুমার নিজের দর্শন ও জীবনপন্থা নিয়ে খোলাখুলি কথা বললেন। তিনি জানালেন, তিনি একেবারেই বাস্তব মানুষ। কোনো অলৌকিক ঘটনা ঘটে না তাঁর জীবনে। ভুল করেন, পড়েও যান, কিন্তু থেমে থাকেন না। বরং আরও শক্ত হয়ে উঠে দাঁড়ান এবং নতুন উদ্যমে চেষ্টা চালিয়ে যান। নেতিবাচকতা তাঁর জীবনের অভিধানে নেই বলেই মন্তব্য করেছেন অভিনেতা।
অক্ষয় কুমারের এই আত্মপ্রত্যয় ও দৃঢ়চেতা মনোভাবই তাঁকে বলিউডে দীর্ঘকাল ধরে টিকিয়ে রেখেছে। তিনি বলেন, ব্যর্থতার সম্মুখীন হলেও হাল ছাড়েন না। প্রতিটি ভুলকে শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করেন এবং সেটিকে নিজের শক্তিতে পরিণত করেন। কাজের প্রতি শৃঙ্খলা, চরিত্রের বৈচিত্র্য ও নিজের সীমা চেনার ক্ষমতাই তাঁকে আজকের অক্ষয় কুমার হিসেবে পরিচিত করেছে।
সম্প্রতি তিনি একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন। বক্স অফিসের ওঠাপড়া বা সমালোচনার কোনো প্রভাব তাঁকে থামাতে পারে না। বরং এগুলো তাঁকে আরও দৃঢ় করে তুলেছে। এই মনোভাব ও কঠোর পরিশ্রমের কারণে তিনি নিজের জীবনে সবসময় ইতিবাচকতার পথে এগিয়ে চলেছেন। অক্ষয় কুমারের বার্তাই স্পষ্ট ভুল করা স্বাভাবিক, হাল ছাড়া কখনো নয়।
আরপি/এসএন