জেলেনস্কিকে কঠোর সমালোচনা, ইউক্রেনে নির্বাচনের দাবি ট্রাম্পের

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের মাঝেই ইউক্রেনে নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, যুদ্ধকে অজুহাত করে কিয়েভ নির্বাচন এড়িয়ে যাচ্ছে এবং এতে দেশটির গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ছে। একইসঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপ ও যুদ্ধ পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেছেন তিনি।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ইউক্রেনের এখন নির্বাচন আয়োজন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশটি সত্যিকারের গণতান্ত্রিক কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। মঙ্গলবার প্রকাশিত পলিটিকোর এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট অভিযোগ করেন, রাশিয়ার আগ্রাসন শুরুর পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশে জরুরি অবস্থা জারি করেছিল ইউক্রেন। আর এরপর থেকে দেশটিতে যেসব নির্বাচন স্থগিত রয়েছে, সেগুলো এড়াতে ‘যুদ্ধকে অজুহাত’ হিসেবে ব্যবহার করছে কিয়েভ।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এখন নির্বাচন আয়োজন করার খুব গুরুত্বপূর্ণ সময়। তারা যুদ্ধকে ব্যবহার করছে নির্বাচন না করার জন্য। কিন্তু আমার মনে হয় ইউক্রেনের জনগণের সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকা উচিত’। তিনি আরও বলেন, ‘ওরা গণতন্ত্রের কথা বলে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটি আর গণতন্ত্র থাকে না।’

সংবাদমাধ্যম বলছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনে এখন জরুরি আইন কার্যকর রয়েছে। এটি না থাকলে ইউক্রেনে ২০২৪ সালের মার্চে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল। ট্রাম্প তার এই সাক্ষাৎকারে তার রোববারের মন্তব্যও পুনর্ব্যক্ত করেন। সেখানে তিনি দাবি করেছিলেন, যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা দিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেটি পড়েননি।

এদিকে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের কয়েক দিনের আলোচনা গত শনিবার কোনও অগ্রগতি ছাড়াই শেষ হয়। এই আলোচনায় জেলেনস্কিও যুক্ত ছিলেন, যদিও ‘বাস্তব শান্তির’ জন্য আরও আলোচনার প্রতিশ্রুতি দেন ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘হয়তো তিনি (জেলেনস্কি) রাতে পরিকল্পনাটা পড়ে দেখেছেন। সেটা ভালো হবে। কারণ অনেক মানুষ মারা যাচ্ছে’। মার্কিন এই প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়া আকারে অনেক বড় দেশ হওয়ায় যুদ্ধক্ষেত্রে তারাই ‘সুবিধাজনক অবস্থানে’ রয়েছে।

চলমান এই যুদ্ধে ইউক্রেন ইতোমধ্যেই হেরে গেছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ওরা অনেক আগেই ভূখণ্ড হারিয়েছে, যা আমার দায়িত্ব নেয়ার আগের ঘটনা’। তিনি আরও বলেন, গত দশ মাসেও ইউক্রেন একইভাবে বিভিন্ন ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের মধ্যেই সোমবার লন্ডনে ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের প্রতি সমর্থন জানায়। সেখানে জেলেনস্কি বলেন, রাশিয়া দখলে চলে যাওয়া কোনও অঞ্চল ছেড়ে দেয়ার ‘অধিকার’ ইউক্রেনের নেই।

ট্রাম্পের মতে, জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘একজন আরেকজনকে সত্যিই ঘৃণা করেন’, আর এ কারণে তাদের জন্য সমঝোতায় পৌঁছানো ‘খুব কঠিন’। এমনকি যুদ্ধ থামাতে ইউরোপ যে ভূমিকা রাখছে সেটিরও সমালোচনা করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘অনেক দিক দিয়েই ইউরোপ ভালো কাজ করছে না। তারা কথা বলে, কাজ করে না। আর যুদ্ধ চলতেই থাকে। চার বছর ধরে চলছে এই যুদ্ধ, আমি (ক্ষমতায়) আসার অনেক আগে থেকেই।’

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এবারও সংসদে ঢুকবে ৪৫ চোর : হাসনাত Jan 24, 2026
img
আমি জীবিত থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে : শামা ওবায়েদ Jan 24, 2026
img
পোস্টাল ব্যালট নিয়ে পরিপত্র জারি ইসির Jan 24, 2026
img
আধিপত্যবাদের ছায়াও বাংলাদেশে রাখা হবে না, অনেকে নাক গলিয়েছেন আর না: জামায়াত আমির Jan 24, 2026
img
শিডিউল নেই শাকিবের, কবে আসছে ‘তুফান ২’? Jan 24, 2026
img
সাড়ে ৭ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক Jan 24, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি শিশুদের ভবিষ্যতের জন্য: জোনায়েদ সাকি Jan 24, 2026
img
হাতিয়ায় এনসিপিতে যোগদিলেন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী Jan 24, 2026
img
জেমস ক্যামেরন কেন যুক্তরাষ্ট্র ছাড়লেন? Jan 24, 2026
img
সংগীতশিল্পী জুবিনের মৃত্যুরহস্যে মোদীর হস্তক্ষেপ চাইল পরিবার Jan 24, 2026
img
ঝিনাইদহ-৪ আসনে বিএনপি হারলে তারেক রহমানের সিদ্ধান্ত হেরে যাবে: রাশেদ খাঁন Jan 24, 2026
img
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯ Jan 24, 2026
img
মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালামের Jan 24, 2026
img
সবাই আ. লীগের ভোট চাইছে, কিন্তু জাতীয় পার্টি চাইলে অপরাধ: জিএম কাদের Jan 24, 2026
img
একসঙ্গে বড় পর্দায় আসছেন নিশো-মেহজাবীন Jan 24, 2026
img
বাংলাদেশের নাম মুছে আইসিসির নতুন বিশ্বকাপ সূচি Jan 24, 2026
img
সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ : আমিনুল হক Jan 24, 2026
img
মাদুর পেতে শাহবাগে এনসিপির নির্বাচনী ‘থিম সং’ উদ্বোধন Jan 24, 2026
img
সংবিধানের দুর্বলতা দূর করতেই গণভোট : আলী রীয়াজ Jan 24, 2026
img
ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে : গয়েশ্বর Jan 24, 2026