টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বিয়ে করছেন নতুন বছর। বিয়ের সব প্রস্তুতি এরইমধ্যে সেরে ফেলেছেন নায়িকা। দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করছেন মধুমিতা। পাত্র শোবিজপাড়ার কেউ নন। পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
মধুমিতা তাদের প্রেমের খবর সামনে আনেন ২০২৪ সালে। জানা গেছে আগামী বছরের প্রথম মাসেই দ্বিতীয় বিয়ে সারতে চলেছেন তিনি। ২৩ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে বসবে তাদের বিয়ের আসর। তারপর ২৫ জানুয়ারি হবে রিসেপশন।
শোভাবাজার রাজবাড়িতে বসবে প্রীতিভোজের আসর। জানা গেছে, বিয়েতে সাবেকী সাজেই সাজবেন তারা।
প্রসঙ্গত, এর আগেও ঘর বেঁধেছিলেন মধুমিতা। প্রথম মেগা সিরিয়াল 'সবিনয় নিবেদন' চলাকালীন সময়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে করেন মধুমিতা। তারপর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করেন টালি নায়িকা।
ছোট পর্দার হাত ধরেই প্রথম বিনোদন জগতে পা রেখেছিলেন মধুমিতা। ২০১১ সালে 'সবিনয় নিবেদন' ধারাবাহিকের মাধ্যমে তিনি প্রথম টালিপাড়ায় আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে, 'কুসুমদোলা' ধারাবাহিকের পরে দীর্ঘদিন বাংলা টেলিভিশন থেকে বিরতি নিয়েছিলেন। তারপর নানা ছবি ও সিরিজে নায়িকার দেখা মিলেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএন