ভারতের বিনোদন শিল্পে নজিরবিহীন এক পদক্ষেপ নিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তার প্রতিষ্ঠান ‘সালমান খান ভেঞ্চার্স’ ঘোষণা দিয়েছে তেলেঙ্গানায় ১০ হাজার কোটি রুপির বিশাল বিনিয়োগের যেখানে তৈরি হবে অত্যাধুনিক ফিল্ম স্টুডিও, সমন্বিত টাউনশিপ, বিলাসবহুল আবাসন, চ্যাম্পিয়নশিপ গলফ কোর্স, রেস কোর্স, নেচার ট্রেইলসহ আধুনিক বিনোদন ও অবকাঠামোর এক সম্পূর্ণ ইকোসিস্টেম।
তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটে এই উচ্চাভিলাষী পরিকল্পনা উন্মোচন করা হয়। প্রকল্পের মূল আকর্ষণ অত্যাধুনিক স্টুডিও যেখানে ওটিটি ও থিয়েটার, উভয় প্ল্যাটফর্মের কনটেন্ট তৈরির জন্য নির্মিত হবে শুটিং স্পেস, পোস্ট-প্রোডাকশন ইউনিট এবং ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টার।
ভারতীয় সুপারক্রস রেসিং লিগ সিজন-২ এ সালমান খানের উপস্থিতি এই ঘোষণাকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তেলেঙ্গানার ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নকে এগিয়ে নিতে তারকাখচিত এই বিনিয়োগকে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
শুধু সালমান নন, হায়দরাবাদে নিজস্ব স্টুডিও তৈরির বিষয়ে অজয় দেবগনের সঙ্গে আলোচনা চলছে বলেও জানা গেছে। যা প্রমাণ করছে বলিউডের বড় অংশ এখন দক্ষিণ ভারতের দিকে ঝুঁকছে, নতুন সম্ভাবনার সন্ধানে।
এই বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হলে তেলেঙ্গানা হয়ে উঠতে পারে ভারতের নতুন ফিল্ম হাব যেখানে তারকারা শুধু অভিনয়েই নয়, বিনিয়োগেও খুলে দিচ্ছেন নতুন দিগন্ত।
আরপি/এসএন