নতুন করে আলোচনায় কৃতি শ্যানন। আসন্ন চলচ্চিত্র তেরে ইশ্ক মে এর স্তরভেদী অভিনয়ের জন্য প্রশংসা পাওয়ার পরই শুরু হয়েছে নতুন গুঞ্জন। জানা গেছে, অভিনব চরিত্রে নিজের অবস্থান আরও দৃঢ় করতে এবার তিনি আলোচনা করছেন একটি নতুন প্রকল্প নিয়ে। শিল্পীজগতের ভেতরের খবর বলছে, এই চলচ্চিত্রটি চূড়ান্ত হলে তা হবে নারীকেন্দ্রিক, আবেগঘন এবং চরিত্রনির্ভর যা কৃতির সাম্প্রতিক পথে হাঁটার সঙ্গেই পুরোপুরি মানানসই।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আলোচনায় উঠে আসছে এমন একটি গল্প, যার মূলে রয়েছে অনুভূতির ঘনত্ব, অন্তর্দ্বন্দ্ব আর পরিণত ভাবনার প্রকাশ। বহুদিন ধরেই কৃতি নিজের কাজকে নতুন পরিসরে নিয়ে যেতে চাইছেন প্রেমকাহিনি থেকে শুরু করে সমাজ-সচেতন গল্পে আর প্রতিটি ভূমিকা যেন তাকে আরও বহুমাত্রিক করে তুলছে। ঠিক সেই ধারাবাহিকতারই আরেকটি ধাপ হতে পারে নতুন এই চলচ্চিত্র।
চূড়ান্ত হলে এটি হতে পারে আগামী বছরের অন্যতম আলোচিত কাজ, আর কৃতির জন্য ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ বাঁক।
আরপি/এসএন