টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সদর উপজেলার কান্দিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক শেরপুরের শ্রীবর্দির সোহেল (৩৫) এবং টাঙ্গাইলের বাসাইলের নাটিয়াপাড়ার মালেক ভূঁইয়ার ছেলে মুরগি ব্যবসায়ী আমিনুর (৬৫)
মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের এসআই কামরুল হাসান দেশের একটি গণমাধ্যমকে বলেন, রাতে জামালপুর থেকে ঢাকাগামী একটি হাঁস-মুরগি ও চাল বোঝাই ট্রাক সামনে থাকা কাভার্ড ভ্যানকে পেছনে থেকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই ট্রাকের চালক এবং ব্যবসায়ী নিহত হন। আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউটি/টিএ