উত্তর আফ্রিকার দেশ মরক্কোর প্রাচীন নগরী ফেজে পাশাপাশি অবস্থিত দুটি ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) ভোরের দিকে ভবন দুটি ধসে পড়ে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। ফেজের স্থানীয় প্রশাসন জানিয়েছে, চারতলা দুটি ভবন রাতের কোনো এক সময়ে হঠাৎ ধসে পড়ে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য মতে, ভবনগুলো দীর্ঘদিন ধরেই অযত্নে ছিল।
প্রতিবেদন মতে, ভবন দুটি ফেজের আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত ছিল এবং সেখানে আটটি পরিবার বসবাস করত। ভবন ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও বেসামরিক সুরক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি বলেছে, ‘ঘটনাস্থলের দৃশ্য দেখে ধসে পড়া ভবন দুটিতে বহুদিন ধরে ফাটলের চিহ্ন দেখা যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ভবন ধসের ঝুঁকি থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন প্রতিরোধমূলক কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।’
রয়টার্স জানিয়েছে, তারা ভবন ধসের ঘটনায় ক্ষয়ক্ষতির তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ক্ষয়ক্ষতির বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
মরক্কোর জনসংখ্যা, অর্থনৈতিক ও শিল্পকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বেশিরভাগ অংশই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশটির বাকি অংশ কৃষি, মৎস্য ও পর্যটনের ওপর নির্ভরশীল।