ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি থাকায় ফের অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. শাহ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কয়েক দফায় ভোটার তালিকা সংশোধনের পরও চূড়ান্ত তালিকায় ব্যাপক অসংগতি থাকায় ২৪ ডিসেম্বর ব্রাকসু ও হল সংসদ নির্বাচন করা সম্ভব নয়। একইসঙ্গে ২৫ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি থাকায় জানুয়ারীর মাঝামাঝি সময়ে নতুন হরে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
যদিও নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর সংবাদ সম্মেলন করেছে শিবিব সমর্থিত প্যানেল, বেরোবি শিক্ষার্থী পরিষদ।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মেহেদী হাসান বলেন, নির্বাচন কমিশন একটি গোষ্ঠীর মদদে বারবার ব্রাকসু নির্বাচন বানচাল করতে চেষ্টা করে আসছে। গতকাল ব্রাকসুর মনোনয়ন দাখিলের শেষ দিন থাকলেও অঘোষিত ভাবে নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। এ অবস্থায় ২৪ ডিসেম্বর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার পরিপন্থি।
শিবিব সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আহামেদুল হক আলবীর বলেন, আমাদের দাবি যেকোন মূল্যে ২৪ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন কমিশন নির্বাচন না দেয় তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রশাসনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে শুরু করবে।
ইউটি/টিএ