বছরখানেক ধরে বলিউডে ‘কোণঠাসা’ হলেও প্রিয়াঙ্কা বর্তমানে গ্লোবাল আইকন। পশ্চিমী বিনোদুনিয়ায় নিজের ভাগ্য নির্ধারণ করার পর দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতেও ‘প্রিয় পাত্রী’ হয়ে উঠেছেন তিনি। রাজামৌলীর ‘বারাণসী’র শুটিং শুরু করতেই ‘দেশি গার্ল’-এর কাছে পর পর বিগবাজেট দক্ষিণী ছবির প্রস্তাব আসতে শুরু করেছে। আর সেই প্রেক্ষিতেই মার্কিন মুলুক থেকে ঘন ঘন ভারতে উড়ে আসছেন অভিনেত্রী।
বুধবার সাতসকালে মুম্বাইয়ে পা রেখেছেন। আর মায়ানগরীতে এসেই কপিল শর্মার উদ্দেশে হুঁশিয়ারি দাগলেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra-Kapil Sharma)! কেন?
প্রসঙ্গত, গত আগস্ট মাস থেকে বিষ্ণোই, খলিস্তানি দুই নিষিদ্ধ গোষ্ঠীর নিশানায় কপিল শর্মা। কৌতুকাভিনেতার কানাডার ক্যাফেতে ইতিমধ্যেই তিন-তিনবার দফায় দফায় হামলা চালিয়েছে দুই নিষিদ্ধ গোষ্ঠী। যদিও সেই ‘অভিশপ্ত পর্ব’ কাটিয়ে সঞ্চালক-অভিনেতা বর্তমানে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন মরশুমের প্রচারে ব্যস্ত, কিন্তু এমন আবহে আবার প্রিয়াঙ্কা চোপড়ার শাসানির মুখে কপিল! বুধবার মুম্বাইতে পা রাখার আগে বিমান থেকেই কপিল শর্মার উদ্দেশে ‘দেশি গার্ল’ লিখেছেন, ‘তুমি তৈরি থেকো…।’ কিন্তু কীসের জন্য কপিলকে প্রস্তুত থাকার কথা বললেন তিনি?
আসলে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন মরশুমে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোয়ের চতুর্থ মরশুমের প্রোমো ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকমহলে।
কারণ এবার কপিল একেবারে অন্যরকম অবতারে ধরা দেবেন। যার সাক্ষী এর আগে কখনও থাকেননি দর্শক-অনুরাগীরা। কখনও জেন জেড বাবা, কখনও তাউজি আবার কখনও বা রাজা কিংবা মন্ত্রীর বেশে দেখা যাবে কৌতুকাভিনেতাকে। তাছাড়া, শোয়ের বাকি চরিত্রগুলিরও আমূল পরিবর্তন ঘটেছে। পাশাপাশি প্রতিবারের মতো এবারেও কৌতুকের মোড়কে সেলেবদের হাঁড়ির খবরও বের করবেন কপিল। আর এই নতুন সিজনের বিশেষ এক পর্বেই থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। বাকি তারকারা কপিলের মুখোমুখি হতে খানিক ‘ভয়’ পেলেও প্রিয়াঙ্কা কিন্তু পালটা সঞ্চালককে ‘তৈরি থাকা’র চ্যালেঞ্জ ছুড়েছেন। তাহলে কি ‘দেশি গার্ল’-এর ভয়ে ‘জুজু’ দেখছে কপিল শর্মা?
কেএন/টিকে