সচিবালয়ে টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় থেকে বের হন।
সচিবালয়ে কর্মরত সব কর্মচারীর জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা তাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অবরুদ্ধ করে রেখেছিলেন।
আন্দোলনকারীরা দুপুর ২টার পর থেকে উপদেষ্টার দরজার সামনে অবস্থান গ্রহণ করে তাকে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যা সোয়া ছয়টায়ও তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন বলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। অবরুদ্ধ থাকাকালীন বিক্ষোভকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উপদেষ্টাকে মুক্ত করতে রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এ সময় আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং স্লোগান চলতে থাকে। তীব্র উত্তেজনার মধ্যে রাত ৮টা ১২ মিনিটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে সচিবালয় থেকে বের করে আনা হয়।
উল্লেখ্য, সরকার সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে দফায় দফায় আদেশ জারি করেছে।
ইউটি/টিকে