ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

ইরান সফরের জন্য তেহরানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। বুধবার তিনি বলেছেন, আপাতত তেহরানের আমন্ত্রণ গ্রহণ করছেন না তিনি। এর পরিবর্তে ইরানের সঙ্গে আলোচনার জন্য উভয়পক্ষের সম্মতিতে তৃতীয় নিরপেক্ষ একটি দেশের প্রস্তাব দিয়েছেন তিনি। লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এনএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান পরিস্থিতির কারণে তিনি এই মুহূর্তে ইরান সফরে রাজি নন। তবে এই সফরে রাজি না হওয়ার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। 

যদিও সফরে রাজি না হওয়ার এই ঘটনাকে ইরানের সঙ্গে সংলাপ প্রত্যাখ্যান হিসেবে তিনি দেখছেন না বলেও মন্তব্য করেছেন। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক সাড়া দেননি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রাজিকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছিলেন আরাকচি। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি বলেন, পারস্পরিক সম্মান, দুই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পূর্ণ স্বীকৃতি এবং কোনো অজুহাতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে ইরানের সঙ্গে গঠনমূলক নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত রয়েছে লেবানন।

দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা নিয়ে চলমান আলোচনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সরকারের কাছে অস্ত্র ধারণের একচ্ছত্র ক্ষমতা না থাকলে কোনও শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়।

ইরানপন্থী সশস্ত্র ওই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে লেবাননের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে। গত বছর ইসরায়েলি হামলায় ব্যাপক দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির মাধ্যমে লেবানন-ইসরায়েল সংঘাতের অবসান ঘটলেও প্রায়ই লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা করছে ইসরায়েলি বাহিনী।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে সংগঠনটি ক্রমবর্ধমান দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। বিশেষ করে অস্ত্র সমর্পণ এবং সব ধরনের অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য গোষ্ঠীটির ওপর প্রবল চাপ রয়েছে।

চলতি বছরের আগস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি বৈরুত সফর করেন। সেই সময় তিনি লেবাননকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, লেবানন যেন বন্ধু আর শত্রুকে গুলিয়ে না ফেলে। গত জুনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, লেবাননের সঙ্গে সম্পর্কে ‌‌‘‘নতুন অধ্যায়’’ শুরু করতে চায় তেহরান।

ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আসিফের ‘নতুন যাত্রা’ নিয়ে মন্তব্য করলেন সারজিস Dec 10, 2025
img
তারেক রহমানের আসনে এনসিপির প্রার্থী আবদুল্লাহ Dec 10, 2025
img
শিশু অধিকার সুরক্ষাসহ চার নির্বাচনী অঙ্গীকার ইশতেহারে যুক্ত করার দাবি বিশ্লেষকদের Dec 10, 2025
img
গণঅধিকার পরিষদে আসতে চান আসিফ: রাশেদ খান Dec 10, 2025
img
এবারের নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলবে না : রাশেদ খান Dec 10, 2025
img
এবারের নির্বাচন একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে, সজাগ থাকুন: এ্যানি Dec 10, 2025
img
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ Dec 10, 2025
img
বাংলাদেশের সবচেয়ে বড় সংকট দুর্নীতিমুক্ত নেতৃত্ব : মাসুদ Dec 10, 2025
img
ইরানে সন্ত্রাসী হামলায় নিহত ৩ সেনা Dec 10, 2025
img
শাশুড়ির দেওয়া সূত্রে ধরা পড়লেন মা–মেয়ে খুনের অভিযুক্ত গৃহকর্মী Dec 10, 2025
img
আমাকে নিয়ে বুলিং করবেন, কিন্তু সেটি যেন পজিটিভ হয়: অপু বিশ্বাস Dec 10, 2025
img
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহার Dec 10, 2025
img
মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়লো Dec 10, 2025
img
দেশের রিজার্ভ বেড়ে এখন ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার Dec 10, 2025
img
ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী Dec 10, 2025
img
ফ্যাসিবাদমুক্ত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে: রাশেদ খান Dec 10, 2025
রাগ দূর করার উপায় Dec 10, 2025
গাজীপুরে বিএনপির জনসভায় নেতা-কর্মীদের ঢল Dec 10, 2025
শাহরুখের ফ্যাশন ও অভিনয়ের জাদু তালিকায় পৌঁছালো Dec 10, 2025
শিল্পের সমৃদ্ধি ও সৃজনশীলতায় সমতা চাইছেন অপু বিশ্বাস Dec 10, 2025