মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক সাক্ষাৎকারে অভিবাসন ও ইউক্রেন ইস্যুতে ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ এবং ‘দুর্বল’ বলে অভিহিত করেছেন।
গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে ইউরোপ নিয়ে তীব্র সমালোচনার পর মঙ্গলবার পলিটিকোতে প্রকাশিত অপর এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ওই কৌশলে ইউরোপীয় সভ্যতার ‘অদৃশ্য হয়ে যাওয়া’র মতো ডানপন্থী ধারণা পুনরাবৃত্তি করা হয়েছিল।
সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে যুক্তরাষ্ট্র এবং তার দীর্ঘদিনের কিছু মিত্রের মধ্যকার ফাটল আরো গভীর হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বেশির ভাগ ইউরোপীয় দেশ পচে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘ইউরোপের অভিবাসননীতি একটি বিপর্যয়। তারা রাজনৈতিকভাবে সঠিক হতে চায়। আর সেটাই তাদের দুর্বল করে এবং এটাই তাদের দুর্বলতার কারণ।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউরোপের নেতাদের মধ্যে ‘কয়েকজন সত্যিকারের বোকাও আছে।’
ইউক্রেন ইস্যুতেও ইউরোপকে আক্রমণ করেন তিনি। যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে যে পরিকল্পনা করছে তা নিয়ে ইউরোপের বহু দেশে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে হতে পারে।
জুন মাসে এক শীর্ষ সম্মেলনে সামরিক জোটের নেতা মার্ক রুটের মন্তব্যের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, জুনে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে নেতারা প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে ট্রাম্পের আহ্বানকে সমর্থন করার পর ন্যাটোর প্রধান মার্ক রুটের দেওয়া মন্তব্যের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ন্যাটো আমাকে ড্যাডি বলে ডাকে।’
এ বছর জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে ইউরোপীয় নেতারা ট্রাম্পকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন বজায় রাখার বিষয়ে।
গত সপ্তাহে প্রকাশিত মার্কিন নিরাপত্তা কৌশলে অভিবাসন ইস্যুতে ইউরোপে ‘প্রতিরোধ গড়ে তোলার’ আহ্বান এবং তথাকথিত ‘সভ্যতার বিলোপ’ নিয়ে সতর্কবার্তা ইউরোপীয় রাজধানীগুলোতে যে উদ্বেগ সৃষ্টি করেছিল, ট্রাম্পের এই সাক্ষাৎকার তা আরো বাড়িয়ে তুলবে।
সূত্র : এএফপি
এমআর