রূপালি পর্দায় বেল্ট হাতে তাড়া করা রঞ্জিত মল্লিককে দেখেই দর্শকের মনে তৈরি হয়েছে এক দৃঢ়, কর্তৃত্বশীল চরিত্রের ছাপ। কিন্তু বাস্তব জীবনের রঞ্জিত পুরোপুরি আলাদা শান্ত, নরম, সংযত। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা নিয়ে এক খোলামেলা মুহূর্তে তিনি জানালেন, পর্দায় যতই কঠোর দেখাক না কেন, ব্যক্তিজীবনে তিনি মারামারি-হিংসার ধারেকাছেও যান না।
তবে টলিউড অভিনেতা স্বীকার করলেন, মাঝে মাঝে খারাপ মানুষের আচরণ তাকে সত্যিই ব্যথিত করে। মানুষের প্রতি মানুষের অন্যায় দেখলে তার ভেতরে ক্ষোভ জাগে, ইচ্ছে হয় শাসিয়ে দিতে। কিন্তু সেই রাগ কখনোই বাস্তবে সহিংসতায় রূপ নেয় না। বরং অভিজ্ঞ অভিনেতা মনে করেন, মানুষকে বদলাতে হলে দরকার সঠিক দিকনির্দেশনা আর সদাচরণ।
রঞ্জিত মল্লিক জানান, বছরের পর বছর দর্শক তার বেল্টধরা চরিত্রে যে ন্যায়বিচারের প্রতিচ্ছবি দেখেছেন, সেটাই তাকে আজও অনুপ্রাণিত করে। বাস্তব জীবনে তিনি বিশ্বাস করেন ধৈর্যের শক্তিতে, বিশ্বাস করেন মানুষের ভালো হওয়ার সম্ভাবনায়। আর ঠিক এই জায়গাটাই তাকে পর্দার নায়ক থেকে বাস্তবের একজন পরিপক্ব মানুষ হিসেবে আলাদা রূপ দেয়।