ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের শেষের দিকে তুর্কমেনিস্তানের আশগাবাতে বৈঠক করবেন। বুধবার মস্কোস্থ ইরানি রাষ্ট্রদূত এ কথা জানিয়েছেন।
স্পুটনিকের বরাতে ইরানের রাশিয়া-স্থ রাষ্ট্রদূত কাজেম জালালি বুধবার জানান, তুর্কমেনিস্তানে রাশিয়া-ইরান শীর্ষ বৈঠকের সময় নির্ধারিত হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১১-১২ ডিসেম্বর আশখাবাত সফর করবেন আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর, আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস এবং তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ৩০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক ফোরামে অংশ নিতে।
মস্কোস্থ ইরানি রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী, তার এই সফরের সময় ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট একই দিনে দুই দিনের সফরে কাজাখস্তানের রাজধানী আস্তানায় পৌঁছেছেন।
সূত্র: মেহের নিউজ
ইএ/এসএন