টলিউড অভিনেতা দেবের সাফল্যের রঙিন যাত্রার আড়ালে লুকিয়ে আছে এক পরিবারের নিঃশব্দ সংগ্রাম। সিনেমার দুনিয়ায় প্রবেশের শুরুতেই তার মা-বাবা ছেলের স্বপ্নকে আঁকড়ে ধরেছিলেন, যদিও বাস্তবতা ছিল অনেক কঠিন। দেবের মা মাঝে মাঝেই বাবাকে বলতেন, ইন্ডাস্ট্রিতে তো এত মানুষকে চেনো, ছেলের জন্য একটু কথা বলো না! সেই অনুরোধে বাবার মন নরম হয়ে যেত ঠিকই, কিন্তু তখন তিনি ছিলেন মাত্র একজন টেকনিশিয়ান যার পরিচয় ব্যবহার করে বড় সুযোগ পাওয়া প্রায় অসম্ভব।
তবুও বাবার মন তো বাবাই। নিজের অবস্থান জানলেও এক দুজনকে বলেছিলেন তিনি আব্বাস মস্তান কিংবা প্রকাশ ঝার মতো নির্মাতাদের। কিন্তু দেবের মনে হতো, তার জন্য বাবা যেন কারও কাছে ছোট না হয়ে যায়। তাই প্রতিবারই তিনি থামিয়ে দিয়েছেন বাবাকে, বলেছেন নিজের লড়াই নিজেই লড়তে চান তিনি।
সেই সময়টুকু ছিল ধৈর্য, পরিশ্রম আর আত্মসম্মানের লড়াই। পরিবারের সীমাবদ্ধতা তাকে দমিয়ে দেয়নি, বরং আরও শক্ত করে দিয়েছে। আজ যখন দেব প্রতিষ্ঠিত তারকা, তখন সেই অতীতই তাকে মনে করিয়ে দেয় পরিচয়ের ওপর নয়, নিজের যোগ্যতার ওপর দাঁড়াতেই সবচেয়ে ভালো লাগে।
দেব বলেন, বাবা কোনওদিন চাননি আমার পথ অন্যের দয়ার ওপর নির্ভর করুক। আর আমিও চাইনি বাবা তার সম্মান হারান। পরিবারের সেই বোঝাপড়া আর আত্মসম্মানই আমাকে আজকের দেব করেছে। পর্দার আলোয় যতই জৌলুস থাকুক না কেন, তার পেছনে এই সংগ্রামই আমার সত্যিকারের শক্তি।
আরপি/এসএন