উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বাড়ছে। টানা কয়েক দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়া এই জেলায় আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে ৯.২ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের পাঁচ দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ছিল।
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
হালকা কুয়াশা থাকলেও উত্তরের ঠান্ডা বাতাস শীতকে আরও প্রকট করে তুলেছে। তবে সকালে সূর্য উঠতেই ধীরে ধীরে বেড়ে যায় তাপমাত্রা, দিনে যা পৌঁছে যায় ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
শীত বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে নদীর বালু–পাথর শ্রমিকদের কষ্ট আরও বেড়ে গেছে।
অনেক অসহায় মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে রাত কাটাচ্ছেন চরম শীতের মধ্যে। দিনে খানিকটা স্বস্তি মিললেও সন্ধ্যা নামলেই আবার কমে আসে তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, ‘তাপমাত্রা অনুযায়ী এখন পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। হালকা কুয়াশার সাথে ঠান্ডা বাতাস রয়েছে।
আগামী কয়েকদিন তাপমাত্রা এমনি থাকবে।’
আরপি/এসএন