বলিউড অভিনেত্রী শাবানা আজমির জীবনের বহু মুহূর্তেই তিনি নারীর শক্তি, সম্মান ও স্বনির্ভরতার কথা তুলে ধরেছেন। তবে এবার তিনি স্মরণ করলেন এক গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা যা তাকে আজও অনুপ্রাণিত করে। একদিন তিনি মাকে প্রশ্ন করেছিলেন, কোন ভূমিকায় তিনি সবচেয়ে পরিপূর্ণতা পেয়েছেন? সাধারণত মদের কাছ থেকে পরিবার বা সন্তানকে ঘিরে উত্তরই অধিকাংশ মানুষ আশা করে। কিন্তু শাবানার মা যে উত্তর দেন, তা তাকে চমকে দিয়েছিল।
মা বলেছিলেন, তাঁর সবচেয়ে বড় পরিপূর্ণতা এসেছে নিজের কাজ থেকে, আর সেই কাজের স্বীকৃতিই তাকে তৃপ্তি দিয়েছে। এই স্বীকারোক্তি শাবানা আজমিকে বুঝিয়েছিল একজন নারীর পরিচয় কেবল সংসার বা সম্পর্কের ভেতরেই সীমাবদ্ধ নয়। তার পরিশ্রম, প্রতিভা, সৃজনশীলতা সবকিছুই তার নিজের মর্যাদার অংশ।
শাবানা মনে করিয়ে দেন, নারীদের এখনও পুরুষতান্ত্রিক প্রত্যাশা থেকে বেরিয়ে আসতে শেখা দরকার। এতে কর্তব্য এড়ানোর বিষয় নেই। বরং এমনভাবে বাঁচা প্রয়োজন, যেখানে সঙ্গীও তার ব্যক্তিগত পরিশ্রম, প্রতিভা ও সাফল্যকে সম্মান করে। তার মতে, পারস্পরিক সম্মানই সুস্থ সম্পর্কের ভিত্তি, আর নারীর আত্মসম্মান বজায় থাকার পথও সেখানেই।
মায়ের সেই এক উত্তরই শাবানা আজমির জীবনে বড় শিক্ষার জায়গা হয়ে আছে। নিজের কাজকে ভালোবাসা, তার মূল্য বুঝা এবং স্বীকৃতি পাওয়ার গুরুত্ব তিনি তখন নতুনভাবে উপলব্ধি করেছিলেন। আজও সেই মূল্যবোধ তিনি নিজের অভিনয় জীবনে, সমাজ ভাবনায় এবং প্রতিটি বক্তব্যে তুলে ধরেন।
আরপি/এসএন