ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক–কে ঘিরে ভারতে পরিষেবা মূল্য নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) স্টারলিংকের ভারতীয় ওয়েবসাইটে অনিচ্ছাকৃতভাবে কিছু তথ্য দৃশ্যমান হওয়ায় অনেকেই মূল্য প্রকাশিত হয়েছে বলে ধরে নেন। তবে তথ্যটি ছড়িয়ে পড়ার পরই স্পেসএক্স জানায়, সাইটে প্রদর্শিত মূল্য ভারতের জন্য আসল মূল্য নয়।
দিনের শুরুতে ওয়েবসাইটে মাসিক পরিষেবার মূল্য ৮,৬০০ রুপি এবং হার্ডওয়্যার কিটের দাম ৩৪,০০০ রুপি দেখা যাচ্ছিল।
ঘটনার পর স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ডিরেক্টর–স্টারলিংক বিজনেস অপারেশনস, লরেন ড্রেয়ার এক্স–এ পোস্ট দিয়ে জানান, ভারতীয় ওয়েবসাইট এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি, মূল্য নির্ধারণও চূড়ান্ত নয় এবং তারা এখনও ভারতের গ্রাহকদের কাছ থেকে কোনো অর্ডার নিচ্ছে না। তিনি আরও বলেন, একটি কনফিগারেশন ত্রুটির কারণে পরীক্ষামূলক ডামি ডেটা সাময়িকভাবে দৃশ্যমান হয়েছিল, যা প্রকৃত মূল্যকে প্রতিফলিত করে না। ত্রুটিটি দ্রুত সংশোধন করা হয়েছে।
বাংলাদেশে স্টারলিংক ইতোমধ্যেই দুইটি প্যাকেজ চালু করেছে— স্টারলিংক রেসিডেন্স (মাসিক ৬,০০০ টাকা) এবং রেসিডেন্স লাইট (মাসিক ৪,২০০ টাকা)। উভয় প্যাকেজেই এককালীন যন্ত্রপাতির খরচ ৪৭,০০০ টাকা, এবং গ্রাহকেরা সর্বোচ্চ ৩০০ Mbps গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারছেন।
লরেন ড্রেয়ার জানান, তারা ভারতের মানুষের কাছে দ্রুত স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে আগ্রহী এবং বর্তমানে সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিষেবা চালুর প্রস্তুতির অংশ হিসেবে কোম্পানি বেঙ্গালুরুতে পেমেন্টস ম্যানেজার, অ্যাকাউন্টিং ম্যানেজার, সিনিয়র ট্রেজারি অ্যানালিস্ট, ট্যাক্স ম্যানেজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
স্টারলিংক বিশেষভাবে জোর দিচ্ছে— প্লাগ-অ্যান্ড-প্লে ইনস্টলেশন, ৯৯.৯% এর বেশি আপটাইম, কঠোর আবহাওয়াতেও স্থায়ী পারফরম্যান্স এবং ডেটা ক্যাপ না থাকার সুবিধাগুলোর ওপর।
এর আগে মহারাষ্ট্র সরকার স্টারলিংক স্যাটেলাইট কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি লেটার অব ইন্টেন্ট (LoI) স্বাক্ষর করে, যার উদ্দেশ্য ছিল রাজ্যের প্রত্যন্ত ও অনুন্নত এলাকায় স্যাটেলাইট–ভিত্তিক ইন্টারনেট অবকাঠামো স্থাপন করা।
ইএ/এসএন