বলিউডে রোম্যান্সের কথা উঠলেই সবার আগে যে নামটি ওঠে, তিনি শাহরুখ খান। পর্দায় তাঁর রোম্যান্টিক উপস্থিতি আজও দর্শকের কাছে এক আলাদা মায়ার মতো। তবে অভিনয়ে নিজস্ব জায়গা তৈরি করা আমির খান এবার বললেন রোম্যান্স নিয়ে অন্য কথা। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়, শাহরুখ যদি পর্দার রোম্যান্সের রাজা হন, তবে বাস্তব জীবনে কি তিনি নিজে রোম্যান্টিক? প্রশ্নটি শুনে প্রথমে হেসে ফেলেন আমির, তারপরই পালটা বলেন, এই দুনিয়াতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে রোম্যান্টিক নয়।
তিনি জানান, জীবনের প্রতিটি সম্পর্কেই তিনি গভীরভাবে জড়িয়ে ছিলেন। প্রথমে রিনার সঙ্গে তাঁর দাম্পত্য, এরপর কিরণের সঙ্গে দীর্ঘ পথচলা, আর এখন গৌরীর সঙ্গে বর্তমান সম্পর্ক—সবকিছুর কথাই স্মিত হেসে মনে করেন অভিনেতা। আমির বলেন, প্রতিটি সম্পর্কই তাঁকে নতুনভাবে গড়ে তুলেছে, আর তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন এমন মানুষদের জীবনে পাওয়ার জন্য।
কথা বলতে বলতে তিনি ফিরে যান প্রথম দাম্পত্যের দিনে। তখন তাঁর বয়স মাত্র একুশ, রিনার উনিশ। খুব অল্প বয়সে শুরু হওয়া সেই সংসার টিকে ছিল ষোলো বছর। সেই সময়টাকে আজও গভীর মমতায় মনে করেন তিনি। একইসঙ্গে কিরণের প্রতি কৃতজ্ঞতাও স্পষ্ট করেন আমির। তাঁর কথায়, জীবনের প্রতিটি মানুষই তাঁকে সমৃদ্ধ করেছে।
এখন গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কেও তিনি আগের মতোই পরিপূর্ণতা খুঁজে পেয়েছেন। তাই সম্পর্কের প্রশ্নে স্পষ্ট উত্তর দিয়েছেন আমির খান—সবাই রোম্যান্টিক, তিনি-ও এর বাইরে নন। তাঁর জীবনের তিনটি অধ্যায়ই নাকি তাঁকে গর্বিত করে, তৃপ্তিও দেয়।