টলিউডের আলোচিত দম্পতি কাঞ্চন ও শ্রীময়ীকে নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। সংসারে নতুন অতিথি আসার পর থেকে তাঁদের প্রতিটি মুহূর্তই যেন ভক্তদের কাছে আলাদা আকর্ষণ। ছোট্ট কৃষভিকে নিয়ে মাঝেমধ্যেই নানা ভিডিও শেয়ার করেন দুজনেই, আর সেখান থেকেই জানা গেল তাঁদের নতুন সফরের গল্প।
শ্রীময়ীর সাম্প্রতিক ভিডিওতে দেখা গেল পুরো ঘরজুড়ে ছড়ানো শিশুসামগ্রী। জামাকাপড় থেকে তোয়ালে, খেলনা থেকে বোতল—সবকিছুর স্তূপের মাঝেই ব্যস্ত প্যাকিংয়ে কাঞ্চন ও শ্রীময়ী। কারণ একটাই, প্রথমবার মেয়েকে নিয়ে বিদেশে যাচ্ছেন তাঁরা। শ্রীময়ীর কথায়, আগের মতো আর আলাদা আলাদা লাগেজ নেওয়ার সুযোগ নেই। আগে তিনি ও কাঞ্চন পঁচিশ কেজি করে ব্যাগ নিতেন, এখন সেই সব বদলে গেছে। আজকাল দুজন মিলে একটি ব্যাগ, আর বাকিটা পুরোটা কৃষভির জন্য।
ভিডিওতে দেখা গেল দিদার কোলে বসে মা–বাবার ব্যস্ততা দেখছে বিস্ময়ভরা চোখে কৃষভি। মেয়ের প্রথম আন্তর্জাতিক সফর বলে কথা, তাই সবটাই যেন একটু বাড়তি যত্নে সাজাচ্ছেন কাঞ্চন ও শ্রীময়ী।
গন্তব্য নিয়ে মুখ খোলেননি তাঁরা। তবে শ্রীময়ী পোস্টের ক্যাপশনে সিঙ্গাপুরের পতাকার স্টিকার লাগিয়ে ইঙ্গিত দিয়েছেন কোন পথে যাত্রা। বিমানবন্দরে চায়ের কাপ হাতে কাঞ্চন মজা করে বললেন, কোথায় যাচ্ছেন সে কথা এখনও চুপচাপই রাখবেন।
কিছুদিন আগেই পুরী থেকে ঘুরে এসেছেন তাঁরা। সাগরের ঢেউ দেখে বিস্ময়ে মেতে উঠেছিল ছোট্ট কৃষভি। এবার সেই অভিজ্ঞতার তালিকায় যোগ হতে চলেছে নতুন এক অধ্যায়, প্রথম বিদেশ ভ্রমণ। কাঞ্চন–শ্রীময়ীর এই সফর তাই শুধু ভক্তদের নয়, পরিবারের সবার কাছেই বাড়তি উচ্ছ্বাসের।