সুন্দরবন নয়, এবার কলকাতাতেই নাকি দেখা মিলল বাঘের—এমনই একটি ভিডিও প্রকাশ করেছেন হইচই প্ল্যাটফর্ম। তবে এটি আসলে সত্যি নয়; নতুন সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি: দ্য রয়েল বেঙ্গল রহস্য’–এর প্রচারের জন্য তৈরি একটি এআই ভিডিও। ভিডিওতে শহরের রাস্তায় বাঘ ঘুরে বেড়াচ্ছে, আর শেষে দেখা যায় ফেলুদা সেই রহস্য সমাধানের প্রস্তুতি নিচ্ছেন।
সিরিজটি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর।
আগেও এই গল্পে সন্দীপ রায় চলচ্চিত্র বানিয়েছিলেন, যেখানে ফেলুদা ছিলেন সব্যসাচী চক্রবর্তী। এবার ওটিটির জন্য নতুনভাবে তৈরি করা হয়েছে গল্পটি।
নতুন সিরিজে ফেলুদা হচ্ছেন টোটা রায়চৌধুরী, জটায়ুর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী, আর তোপসে হিসেবে থাকছেন কল্পন মিত্র। পাশাপাশি মহীতোষ সিংহ রায়ের চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী।
সিরিজটির শুটিং হয়েছে উত্তরবঙ্গের চালসা জঙ্গলে।
উল্লেখ্য, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তির সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি আর ফেলুদা সিরিজ তৈরি করবেন না। এতে ভক্তরা হতাশ হলেও পরবর্তীতে ঘোষণা আসে,
ফ্র্যাঞ্চাইজি থামবে না—শুধু পরিচালক বদলাবে। এবার পরিচালকের আসনে বসেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
তার হাত ধরে তৈরি প্রথম ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ কেমন হয়, তা জানা যাবে ২৪ ডিসেম্বর।
সূত্র: আজকাল
ইএ/এসএন