বলিউড সুপারস্টার সালমান খানের (Salman Khan) কয়েক বছর ধরেই বেশ খারাপ যাচ্ছে। বক্স অফিসে টানা কয়েকটি ছবির ব্যর্থতা, গ্যাংস্টার বিষ্ণোই দলের খুনের হুমকি, সব মিলিয়ে নানা সমস্যায় জর্জরিত তিনি। মাঝেমধ্যেই সিনেমার শুটিং আর রিয়্যালিটি শো করলেও, তার মাঝেই ফের নতুন বিপদের মুখে পড়লেন ‘ভাইজান’। আর সেই বিপদ এড়াতেই আগেভাগে আদালতের আশ্রয় নিয়েছেন তিনি।
বলিউড সেলেবদের জন্য এখন সবচেয়ে বড় আতঙ্ক, তাঁদের অনুমতি ছাড়া যথেচ্ছভাবে ছবি, ভিডিও ও কণ্ঠস্বর ব্যবহার করা। অসংখ্য ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁদের ব্যক্তিগত ছবি, ভয়েস ও চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে দিব্যি চলছে ব্যবসা। এর আগে এই সমস্যার সমাধানের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং আশা ভোঁসলের মতো তারকারা। এবার সেই তালিকায় যোগ হল সালমান খানের নাম।
নিজের ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষার দাবিতে সরাসরি দিল্লি হাইকোর্টে গিয়েছেন সালমান। আগামীকাল, বৃহস্পতিবার বিচারপতি মনমিত প্রীতম সিং অরোরার এজলাসে শুনানি হবে এই মামলার। অভিনেতার অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই তাঁর ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। এতে ভুল প্রভাব ছড়ানোর পাশাপাশি তাঁর ইমেজও ক্ষতিগ্রস্ত হতে পারে, এই আশঙ্কাই তাঁকে আদালতে পৌঁছে দিয়েছে।
এদিকে কিছুদিন আগেই শেষ হয়েছে ‘বিগ বস’। একই সঙ্গে সালমান শেষ করেছেন তাঁর আগামী ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর শুটিং। সব ব্যস্ততার মাঝেই নিজের ইমেজ রক্ষায় তিনি এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায়।
কেএন/টিকে