জনপ্রিয় সিরিয়াল অনুপমা-এর ‘কিঞ্জল’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী নিধি শাহ হঠাৎ করেই আলোচনায়। সাবেক সহ-অভিনেতা এবং বিগ বস ১৯-এর বিজয়ী গৌরব খান্নার সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়েই মূলত চর্চা। গৌরব ইতিমধ্যেই ‘গ্রিন ফ্ল্যাগ’ হিসেবে পরিচিত এবং তার স্ত্রী অঙ্কাংশা চমোলার সঙ্গে বেশ ভালো আছেন। তবে নিধিকে ঘিরে ছড়ানো অভিযোগে তিনি এখনও কিছু না বললেও এবার জবাব দিলো নিধি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নজরে আসে নিধি কিছু ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়েছেন যেখানে গৌরবের ‘বিগ বস ১৯’ বিজয়ী হওয়ায় ব্যঙ্গ করা হয়েছে। সেই লাইক থেকেই শুরু হয় জল্পনা তাদের নাকি অনুপমা শুটিংয়ের সময় ঘনিষ্ঠতা ছিল। ফ্রি প্রেস জার্নালের রিপোর্টে বলা হয়, এক নেটিজেন মন্তব্য করেন, ওদের অনুপমার সময় থেকেই সম্পর্ক ছিল। জবাবে নিধি ব্যঙ্গ-রসিক ভঙ্গিতে লিখে বসেন, হ্যাঁ, আপনি তো আরও ভালো জানেন, সঙ্গে হাসির ইমোজি।
এক নেটিজেন মন্তব্য করেন, ওদের অনুপমার সময় থেকেই সম্পর্ক ছিল। জবাবে নিধি ব্যঙ্গ-রসিক ভঙ্গিতে লিখে বসেন, হ্যাঁ, আপনি তো আরও ভালো জানেন, সঙ্গে হাসির ইমোজি।
এদিকে গৌরব খান্নাকে প্রশ্ন করা হয়েছিল, কিছু মানুষ তার বিগ বস ১৯-এর জয় নিয়ে সন্দেহ প্রকাশ করছে, এমনকি অনেকে ভাবছেন তিনি এটার যোগ্য নয় এটা নিয়ে তার ভাবনা কি। জবাবে গৌরব বলেন, আমি সেখানে ১৫ জন মানুষকে খুশি করতে যাইনি। আমি সেখানে গিয়েছিলাম ১৫০ কোটি দর্শককে ছুঁতে। তাদের মন জয় করতে পেরেছি বলেই তারা আমাকে ভোট দিয়েছেন। ঘরের ভিতরের ১৫ জন তো আমাকে প্রতি সপ্তাহেই নির্বাচিত করছিল।
প্রসঙ্গত, এবারের বিগ বস ১৯-এ চ্যাম্পিয়ন হয়ে গৌরব জিতেছেন ট্রফি এবং ৫০ লাখ রুপির পুরস্কার। শীর্ষ পাঁচে ছিলেন গৌরব খান্না, ফারহানা ভাট, তানিয়া মিত্তাল, অমাল মালিক এবং প্রণিত মোরে। প্রথম রানার-আপ হন ফারহানা ভাট।
কেএন/টিকে