রিট খারিজ : সিটি নির্বাচনে বাধা নেই

আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা ও ভোট স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন খারিজ করেন।

ফলে ঘোষিত তফসিল অনুযায়ী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা থাকলো না। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক, নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইয়াসিন খান ও শানজানা ইয়াসিন খান।

জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ না করায় সিটি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে বুধবার রিট আবেদন করা হয়েছিলো।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: