কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে তাঁকে। আগের তুলনায় এখন তিনি অনেকটা ভালো আছেন বলেন জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের বরাতে ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, নচিকেতার হৃদ্যন্ত্রে ব্লকেজ ধরা পড়ে। শনিবার রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। ইতিমধ্যে তাঁকে জেনারেল বেডে স্থানান্তর করা হয়েছে। তিনি এখন খাওয়া–দাওয়া করছেন, কথাও বলছেন সবার সঙ্গে। শারীরিক অবস্থা অনুকূলে থাকলে আগামীকাল শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
নচিকেতার শারীরিক অবস্থা প্রসঙ্গে তাঁর মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী বলেন, “বাবা আগের তুলনায় স্থিতিশীল। দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ভয় কাটে গেছে।”
গত শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি ও শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত বাইপাস–সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেদিন রাতেই চিকিৎসকেরা তাঁর হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন। এদিকে মঙ্গলবার নচিকেতাকে দেখতে গিয়ে তাঁর চিকিৎসা কতটা অগ্রসর হচ্ছে এবং তিনি চিকিৎসায় কীভাবে সাড়া দিচ্ছেন— সে বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্র: আনন্দবাজার অনলাইন
এবি/টিকে