আসছে ফেসবুকের একটি পোস্ট থেকে গল্প নিয়ে নির্মিত নতুন নাটক ‘পতন’। নির্মাণ ও চিত্রনাট্য করেছেন মহিন খান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান; তার স্বামীর চরিত্রে দেখা যাবে রাশেদ সীমান্তকে।
বর্তমানে বাছাই করে কাজ করছেন অহনা। ভালো গল্প ও চরিত্র পেলেই শুটিংয়ে অংশ নেন। নতুন নাটকটি নিয়ে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘মহিনের নির্দেশনায় আগেও কাজ করেছি। “পতন”-এর গল্প আর চিত্রনাট্য অসাধারণ। আমার চরিত্রে উত্থান-পতন অনেক, অভিনয়ের চ্যালেঞ্জও ছিল। সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকের ভালো লাগবে বলে বিশ্বাস করি।’
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা মহিন খান জানান, ‘ফেসবুকের একটি পোস্ট থেকে মূল ভাবনা নিয়েছি। পরে নিজের মতো করে চিত্রনাট্য করেছি।’
গল্পে দেখা যাবে, স্বামী-স্ত্রীর সুখের সংসার। হঠাৎ চাকরি করার ইচ্ছা প্রকাশ করে অহনা। পাঁচ লাখ টাকা জোগাড় করে স্ত্রীকে চাকরি পাইয়ে দেন স্বামী। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পর অহনার আচরণ বদলে যায়। স্বামী ও সংসার থেকে দূরে সরে যেতে থাকে সে। ঠিক সেই সময়ই হঠাৎ চাকরি হারায় অহনা। দিশেহারা হয়ে পড়ে সে। জীবনের বাস্তবতা বুঝতে পারে সে।
নির্মাতা জানান, ‘পতন’ শিগগিরই প্রকাশ করা হবে একটি ইউটিউব চ্যানেলে। তারিখ এবং চ্যানেলের নাম খুব শিগগির জানানো হবে।
এসএস/এসএন