মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। এই হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭০ জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সামরিক বাহিনীর একটি বিমান থেকে ফেলা বোমার আঘাতে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি জান্তা বাহিনীর কোনো সদস্য।
উপকূলীয় রাজ্যটির বিভিন্ন অংশে বহুদিন ধরেই শাসক জান্তার সঙ্গে লড়াই চলছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির।
এদিকে, আগামী ২৮ ডিসেম্বর থেকে মায়ানমারে জাতীয় সংসদ নির্বাচন শুরুর ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তবে এ নির্বাচন কেবল তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হচ্ছে বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম।
কেএন/এসএন