স্থায়িত্ব বজায় রাখাই বড় কাজ: প্রধান বিচারপতি

উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা হলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ সচিবালয়ের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিচারকাজ ও বিচারব্যবস্থা পরিচালনার সাংবিধানিক ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হয়েছে। এখন সবচেয়ে বড় পদক্ষেপ হবে এই সচিবালয়ের স্থায়িত্ব ধরে রাখা।

তিনি বলেন- এর সাফল্য যেমন আমাদের অর্জন হবে, ব্যর্থতাও আমাদের মেনে নিতে হবে। বিচার বিভাগের কার্যকর স্বাধীনতার প্রত্যয়-প্রতিশ্রুতি নিয়ে শুরু হওয়া এই যাত্রার সঙ্গে আইনের শাসন ও গণতন্ত্রের যাত্রা অটুট রাখতে রাজনৈতিক দল ও অংশীজনদের আহ্বান জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্রশাসনিক ভবনে এই সচিবালয় উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত, ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ, বাংলাদেশের অ?্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী প্রমুখ।

প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ : প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। গতকাল প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জার্মান রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য তার নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের প্রশংসা করেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইন উপদেষ্টা বলেন, আজকে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথে ঐতিহাসিক দিন। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য বিগত দুই-তিন দশক অনেক চেষ্টা করেও লাভ হয়নি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এই আইন পাস হয়েছে। এর পেছনে আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত উদ্যোগী ভূমিকা পালন করেছেন।
গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করে অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ হিসেবে স্বাধীন বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়। অধ্যাদেশ জারির পরদিন ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সচিবালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব দেন প্রধান বিচারপতি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। ওই দিনই প্রধান বিচারপতির মনোনয়নে সচিবালয়ের ‘পদ সৃজন’ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামকে। একই দিনে গঠিত হয় সচিবালয়ের ‘পরিকল্পনা ও উন্নয়ন কমিটি’। এই কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে।

এদিকে গতকাল সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধনের আগে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টারও উদ্বোধন করেন। সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় এই সেন্টার স্থাপন করা হয়েছে। প্রধান বিচারপতির পদক্ষেপে বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত করতে গত বছর ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো হেল্পলাইন সেবা চালু করা হয়। এই সেবা চালুর পর ব্যাপক সাড়া মেলে। আরেকটি হেল্পলাইন চালু করা হয় চলতি বছরের ৫ জানুয়ারি। ক্রমান্বয়ে দেশের সব জেলার দায়রা জজ আদালত এবং ৮টি মহানগর দায়রা জজ আদালতে হেল্পলাইন সেবা চালু করা হয়।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বয়কট ডাকেও টলেনি বিসিবি, বয়কটকারী ক্লাব নিয়েই প্রথম বিভাগের সূচি প্রকাশ Dec 12, 2025
img
৯ জানুয়ারি আসছে অঙ্কুশের নতুন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’ Dec 12, 2025
img
নিজের রাজ‍্যে সম্মানিত যুবরাজ, হরমনপ্রীত! Dec 12, 2025
img
দক্ষিণ আফ্রিকার সাথে ভারতের বড় হারের দিনে লজ্জার রেকর্ড বুমরাহ–আর্শদীপের Dec 12, 2025
img
কোটা জালিয়াতির অভিযোগে জনপ্রশাসন কর্মকর্তা ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা Dec 12, 2025
img
চরিত্র বাছাইয়ে নিজের নিয়মেই চলেন বাসবদত্তা চ্যাটার্জি Dec 12, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়ালো রাশিয়া Dec 12, 2025
img
নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানীতে জামায়াতের আনন্দ মিছিল Dec 12, 2025
img
ক্যারিবীয়দের অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল কিইউরা Dec 12, 2025
img
জাপানে আঘাত হানল ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা Dec 12, 2025
img
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস Dec 12, 2025
img
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তালিকায় ঢাকার অবস্থান দশম Dec 12, 2025
img
মাগুরায় অবৈধভাবে মজুদ রাখা ৯৪ বস্তা সার জব্দ Dec 12, 2025
img
রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস Dec 12, 2025
img
নিষ্ঠার সাথে কাজ করতে সদস্যদের প্রতি বিমানবাহিনী প্রধানের আহ্বান Dec 12, 2025
img
রাজধানীতে সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর Dec 12, 2025
img
নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না: তারেক রহমান Dec 12, 2025
img
সীমান্তে সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড Dec 12, 2025
img
স্থায়িত্ব বজায় রাখাই বড় কাজ: প্রধান বিচারপতি Dec 12, 2025
img
কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে : সেনাপ্রধান Dec 12, 2025