টেলিভিশনের পর্দার ঝলকানি যতই উজ্জ্বল হোক, তার আড়ালে থাকে কঠোর প্রতিযোগিতা আর সংখ্যার খেলা। তাই অভিনয়শিল্পীরা যতই শিল্পকে প্রাধান্য দিন, টিআরপির বাস্তবতা এড়িয়ে যাওয়া যায় না।
ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিংহ সোজাসাপটা জানালেন সেই কথাই। তাঁর মতে, অভিনয় করতে দাঁড়ালে চরিত্র, দৃশ্য, অনুভূতির ভিড়ে টিআরপির হিসাব মাথায় থাকে না। কিন্তু শোয়ের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে ব্যবসার দিকটা ভাবতেই হয়।
উদয় বললেন, টিআরপি না থাকলে কোনও অনুষ্ঠানই টিকে থাকতে পারে না। দর্শকের ভালোবাসা, সময়ের দাবি আর গল্পের প্রতিযোগিতা সব মিলিয়ে এটাই নিয়ম। তবে তিনি এটাও মনে করেন, টেলিভিশনের দুনিয়া কখনোই এক জায়গায় স্থির থাকে না। আজ যে এগিয়ে, কাল তার জায়গা নিতে পারে অন্য কেউ। পরিবর্তনই নিয়ম, এগিয়েও থাকা যায়, পিছিয়েও পড়া যায়।
এই ওঠানামার মধ্যেই শিল্পীরা খুঁজে নেন কাজের শক্তি। উদয়ের কথায়, তাঁদের শো আজ তিন নম্বরে আছে। আগামী সপ্তাহে আবার এক বা দুই নম্বরে উঠতেও পারে। এই ভরসা আর বিশ্বাস নিয়েই তাঁরা কাজ করে যান প্রতিদিন। প্রতিযোগিতা তাঁকে ভয় দেখায় না, বরং আরও ভালো কাজ করার উৎসাহ দেয়।
অভিনয়ের প্রতি দায়বদ্ধতা, দর্শকের প্রতি সম্মান আর টিআরপির বাস্তবতা সব মিলিয়ে উদয়ের বক্তব্য তুলে ধরে ছোটপর্দার আসল সত্য, যেখানে শিল্পও আছে, ব্যবসাও আছে, আর আছে টিকে থাকার লড়াই।