ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ দাবি জানান।
জাহিদুল ইসলাম পোস্টে লিখেছেন, ‘ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ। এ ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই।
দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার করতে হবে।’
তিনি আরো লেখেন, ‘বাংলাদেশের জমিনে কোনো সন্ত্রাসের রাজনীতি চলতে পারে না। শহীদের প্রজন্ম এই নোংরা রাজনীতির কবর রচনা করবে ইনশাআল্লাহ।’
জানা গেছে, রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে দুজন ব্যক্তি এসে গুলি করে চলে যায়।
টিকে/