সব মানুষ বিএনপির পতাকাতলে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন

‘বিএনপি একমাত্র দল, যেখানে সব মানুষ বিএনপির পতাকাতলে স্থান নিতে পারবে, আশ্রয় নিতে পারবে। এই সমন্বয়ের রাজনীতি আমাদেরকে করতে হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১২ সকালে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এরকম মন্তব্য করেন।
ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগ ‘দেশ গড়ার পরিকল্পনার সপ্তাহব্যাপী কর্মসূচির ষষ্ঠদিনের এই অনুষ্ঠান হয়। এতে সারা দেশ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা অংশ নেন।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকালকে হয়েছে। যেটাকে আমরা নির্বাচনী তফসিল বলছি। এই তপসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হয়েছে। কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। আমরা বলেছি, এজন্যই গণ-অভ্যুত্থানের যত প্রত্যাশা, তার মধ্যে প্রধান ও প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই তপসিল ঘোষণা করা।”

‘কেউ কেউ বলেছে নো পিআর, নো ইলেকশন, কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর সংসদ নির্বাচন হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে ২০২৯ সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। এরা সবাই ….আমি কারো নাম নিতে চাই না…গণতন্ত্রের বিপক্ষের শিবির। তারা নিজেদের মত করে গণতন্ত্র চায়, তাদের গণতন্ত্রের সংজ্ঞা আলাদা।’

সালাহউদ্দিন বলেন, ‘আমাদের গণতন্ত্রের সংজ্ঞা, বিএনপির গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গণমানুষের গণতান্ত্রিক সংজ্ঞা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন সকল মানুষকে নিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের পরিচয়ে, এদেশের সকল শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, ভাষা সব মানুষের সমন্বয়ে…. বিএনপি একটা সমন্বয়ের রাজনীতির পাঠশালা।’

‘বিএনপি একমাত্র দল যেখানে সব মানুষ এই বিএনপির পতাকাতলে স্থান নিতে পারবে, আশ্রয় নিতে পারবে। এই সমন্বয়ের রাজনীতি আমাদেরকে করতে হবে। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করবো না। আমরা ধর্ম, বর্ণ এবং বিভিন্ন ভাষা বা সে সংস্কৃতির নামে আমরা কখনো বিভাজন জাতিতে সৃষ্টি করতে চাই না। সব মানুষেরই সাংবিধানিক পরিচয় হচ্ছে নাগরিক বা সিটিজেন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হবে।’

সালাহউদ্দিন বলেন, ‘আমরা এই সুখের দিনে একটি বিষয় প্রায়ই ভুলে যাচ্ছি অতীতের বেদনাবিধুর গণতান্ত্রিক সংগ্রামের কথা। আমরা ইদানীং ফ্যাসিবাদী আওয়ামী লীগের কুকীর্তির কোনো কথাই আমাদের বক্তব্য বিবৃতিতে বলছি না। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে, ‘ভাশুরের নাম মুখে নেওয়া যায় না’। এখন সেই দলটি আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের যে ভূমিকা সেটা জনগণের সামনে উন্মোচন করেছে।

তিনি বলেন, ‘আমরা এই দেশের রক্তাক্ত ইতিহাসের কথা কখনো যেন ভুলে না যাই, আওয়ামী লীগের দুর্নীতি, দেশকে বিক্রি করে দেওয়ার অর্থপাচারের কথা যেন আমরা ভুলে না যাই, এ দেশ থেকে গণতন্ত্র বিলুপ্ত করে দেওয়ার ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই।”

‘যারা নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী-পুরুষ-শিশু নির্বিশেষে শত সহস্র হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে… এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই।

যারা গাড়ির চাকায় পৃষ্ঠ করে আমার ছাত্র বন্ধু ও আমাদের গণ মানুষকে পৃষ্ঠ করেছে সেই কথা যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা যদি গণতান্ত্রিক সংগ্রামের কথা ভুলে যাই আওয়ামী লীগের গুম, খুন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলার কথা ভুলে যাই তাহলে গণতন্ত্র আহত হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্যের ‘হোয়াইট পেপারস অন স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি’ রিপোর্ট জনগণের সামনে সহজ ভাষায় উপস্থাপন করতে হবে। সেখানে বলছে, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যে, পাবলিক ফিনান্সের মিস ইউজ হয়েছে, কোথাও ট্যাক্স এক্সামশন দিয়ে, কোথাও অন্য সুযোগ সুযোগ সুবিধা দিয়ে যে একটা পুউর অর্থনৈতিক পরিক্রমা আওমী লীগ চালিয়েছে তার মধ্য দিয়ে যেই তছরুপ হয়েছে, অপচয় হয়েছে, সেটা দিয়ে বাংলাদেশের দুইটা শিক্ষা বাজেট করা যায়, তিনটা স্বাস্থ্য বাজেট করা যায়। এটা খুব সহজ কথায় বলতে পারবে।’

‘রিপোর্ট বলছে, ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর থেকে যে লুটপাট হয়েছে, রাজনৈতিক বিবেচনায় যে ঋণ দেওয়া হয়েছে, যেটা তছরুপ হয়েছে, সেটা দিয়ে ২৪টা পদ্মা সেতু নির্মাণ করা যেত এবং এই মেট্রো রেলের মত ১৪টা মেট্রো সিস্টেম নির্মাণ করা যেত। যে পরিমাণ বাংলাদেশ থেকে অর্থপাচার হয়েছে ব্যাংকিং লুটপাটের মধ্য দিয়ে। সেটা বিলিয়ন ডলারে না বলে অঙ্কে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা শুধু বিদেশে পাচার হয়েছে…. একথাগুলো জনগণকে বলতে হবে। এভাবে একটা দেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্রের কবর রচনা করেছে সাংবিধানিকভাবে।”

সালাহউদ্দিন বলেন, ‘যাদের ইতিহাস হচ্ছে সবসময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস হচ্ছে ১৯৪৭ সাল থেকে ’৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তাদের কথাও আমাদেরকে বলতে হবে। যারা এনিয়ে বিনিয়ে বলছে যে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তা আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল?

‘ কিছুদিন পরে তারা হয়ত বলবে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল আমরা করিনি। এরকম অনেক বক্তব্য আপনারা ভোটের ময়দানে শুনতে পাবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না।’

‘তারপরও আমাদেরকে মাঠে-ময়দানে আমাদের পরিকল্পনা নিয়ে যেতে হবে। আমরা জনগণের জন্য কি করতে চাই? জনগণের কাছে আমরা ভোট চাইবো। তো জনগণ তো আমাদের কাছে কিছু চাইবে। আমরা বলব, আপনারা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকবেন, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, আমরা রাষ্ট্রবিনির্মাণের জন্য, প্রকৃত গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এই কর্মসূচিগুলো আমরা এনেছি এগুলো আমাদের জনগণের মুক্তির সনদ হিসেবে আমরা উপস্থাপন করছি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ৩৬ দিনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল নয় ছাত্র গণঅভ্যুত্থান’২৪ । ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই দীর্ঘ স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের পথ পরিক্রমায় বহু রক্তের সিঁড়ি আমাদেরকে নির্মাণ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শত সহস্র জীবন দিতে হয়েছে। এই সিঁড়িগুলো মাড়িয়ে আমরা ২০২৪ সালের ৫ আগস্টের সকাল বেলায় উন্নীত হয়েছিলাম। “

‘যেমন কবিতায় আছে– মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে… সেই বন্ধুরা স্বর্গগত। সেখান থেকে তারা শুনে আমাদের এই কন্ঠস্বর যে, স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমিকে গঠন করতে গেলে শুধু অপরিকল্পিত এবং আবেগি ধর্মীয় মিক্সচার মিশ্রিত বড়িকা নিয়ে আমরা নির্বাচনে যাব না। আমরা যাব সুষ্ঠু পরিকল্পনা নিয়ে। ”

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা, বেকার সমস্যা সমাধানসহ ৮টি বিষয়গুলো জনগণের কাছে সহজভাষায় তুলে ধরার জন্য ছাত্র দলের নেতাদের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

জনগণের দ্বারগোড়ায় বিএনপির কর্মসূচি নিয়ে যেতে হবে উল্লেখ করে সালাহ উদ্দিন বলেন, তখন জনগণ বুঝবে বাংলাদেশের জনগণের দল বিএনপি। গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। বাংলাদেশের মুক্তির সনদ মুক্তির মার্কা ধানের শীষ।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্ব ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানের সঞ্চালনায় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও বক্তব্য রাখেন।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
ওসমান হাদির ঘটনায় ঢামেকে ছাত্রদলের বিক্ষোভ Dec 12, 2025
img
ওসমান হাদিকে গুলির ঘটনায় উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় Dec 12, 2025
img

ঢাবিতে বিক্ষোভ

‘হাদিকে গুলি করে স্লোগান রুখে দেওয়া যাবে না’ Dec 12, 2025
img
হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে Dec 12, 2025
img
‘ওসমান হাদিকে সিএমএইচে নেওয়া হতে পারে’ Dec 12, 2025
কুমিল্লায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী Dec 12, 2025
img
গুলিবিদ্ধ হাদি, জড়িতদের খুঁজতে বিএনপি ও ছাত্রদলকে তারেক রহমানের নির্দেশ Dec 12, 2025
img
আওয়ামী লীগ টেররিস্টের দল, তারা নির্বাচনে আসতে পারবে না: প্রেস সচিব Dec 12, 2025
img
হাদির হামলাকারীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে : সিবগাতুল্লাহ Dec 12, 2025
img
হাদিকে হত্যাচেষ্টায় এনসিপির তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ Dec 12, 2025
img
গুলিবিদ্ধ ওসমান হাদি, সিআইডির হাতে মিলল গুরুত্বপূর্ণ আলামত Dec 12, 2025
মেসির দর্শনে কলকাতা উত্তাল, চমক বাড়ালেন শাহরুখ Dec 12, 2025
ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্বকাপে দুই দেশের সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ Dec 12, 2025
মাদুরোর ওপর চাপ অব্যাহত, ভেনিজুয়েলার তেলবাহী জাহাজে নতুন নিষেধাজ্ঞা Dec 12, 2025
'আমাদেরকেও মেরে ফেলা হতে পারে' হাদী প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী! Dec 12, 2025
মির্জা আব্বাসকে ঘিরে হাদি সমর্থকরা Dec 12, 2025
img
সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা Dec 12, 2025
img
নিজ হাতে পোস্টার সরালেন শিশির মনির Dec 12, 2025
img
হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত Dec 12, 2025
img
ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা বিএনপির Dec 12, 2025