ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রশাসনের কাছে জবাব চেয়ে মিছিল করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নিউ মার্কেট-কলাবাগান থানার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত পূর্ব নির্ধারিত বিজয় মিছিল থেকে তিনি স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান।
এ সময় আসিফকে বলতে শোনা যায়, ‘হাদি ভাই ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই।’
মিছিলে অংশ নেয়া মানুষের কণ্ঠে একই রকম স্লোগান শোনা যায়। এ সময় তারা ‘অ্যাকশন-অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
ইউটি/টিকে