পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি শুধু পর্দা কাঁপাননি, কোটি মানুষের আবেগ, নস্ট্যালজিয়া আর ভরসার জায়গা হয়ে থেকেছেন। কথা হচ্ছে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। বহু ভাষায় অভিনয় করেছেন তিনি, পেয়েছেন অসংখ্য সম্মান ও পুরস্কার। সম্প্রতি নিজের ৮৩তম জন্মদিনও উদযাপন করেছেন প্রবীণ এই তারকা।
অমিতাভ বরাবরই ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে ভালবাসেন। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে টাম্বলার সব প্ল্যাটফর্মেই নিয়মিত মতামত ভাগ করে নেন তিনি। সময় পেলেই নিজের ব্লগে লম্বা লেখা পোস্ট করেন। সেখানেই তিনি সম্প্রতি জানিয়েছেন, টানা কাজের চাপে কতটা ক্লান্ত তিনি। তার কথায়, “ভোর ৫.৩০ পর্যন্ত কাজ করছিলাম… আর ভুলে গিয়েছিলাম যে তোমাদের উত্তর দেওয়া আর ব্লগ লেখা বাকি ছিল। তাই ক্ষমা আর আফসোস…”
প্রবীণ অভিনেতা তাঁর সাম্প্রতিক ব্লগে আরও লেখেন, গত কয়েকটা দিন তাঁর কাছে খুব কঠিন কেটেছে। ধর্মেন্দ্রর প্রয়াণের পর নিজের আবেগ সামলানোই কঠিন হচ্ছিল। তার ওপর ২৭ নভেম্বর ছিল তার বাবা হরিবংশ রাই বচ্চনের জন্মবার্ষিকী সব মিলিয়ে মন ভাল নেই।
তিনি লিখেছেন, “বিগত দিনের ছবি ও অনুভূতি এখনও মন থেকে মুছে যায় না। শরীর-মন কাজের রুটিন মানতে চায় না। কিন্তু মনে করিয়ে দেয়, ‘শো অবশ্যই চলতে হবে’। যে এটা বলেছিল, তার নিশ্চয়ই কিছু ইতিবাচক ভাবনা ছিল। কিন্তু যাঁরা দুঃখে থাকেন, তাঁদের সেই ভার বয়ে বেড়াতে হয়।”
বিগ বি আরও জানান, ‘কৌন বানেগা ক্রোড়পতি’র শুটিং শেষে ক্রু-সদস্যরা তাঁকে দক্ষিণ ভারতীয় খাবারের একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন। সুস্বাদু খাবার আর চমৎকার সঙ্গ থাকলেও তাঁর মন ভরে ছিল শোকে। তিনি লেখেন, “ওদের কেউই জানত না যে সেদিন বাবুজির জন্মবার্ষিকী।”
এর আগেও কেবিসির একটি পর্বে নিজের বাবা-মায়ের বিবাহ নিয়ে কথা বলেছিলেন অমিতাভ। তিনি জানান, তাঁর মা শিখ পরিবার থেকে এবং বাবা উত্তরপ্রদেশের কায়স্থ পরিবার থেকে এসেছিলেন। প্রথমে পরিবারের আপত্তি থাকলেও শেষে তাঁরা রাজি হন। সেই সূত্রে তিনি আরও বলেন, তাঁর বাবা ইচ্ছাকৃতভাবেই পরিবারকে ‘বচ্চন’ পদবি দিয়েছিলেন, কারণ আগের পদবি ‘শ্রীবাস্তব’ ছিল।
অমিতাভকে শেষবার দেখা গিয়েছে নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮’-এ। সেখানে প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসানের পাশাপাশি অশ্বত্থামার ভূমিকায় তাঁর অভিনয় বিশেষ সাড়া ফেলেছিল।
এমআর/টিকে