বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেছেন, একটা সময় প্রাইমারি স্কুলে সামান্য চাকরির জন্য পাঁচ-সাত লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। এই ভাগ আগের এমপিরাও পেয়েছে। চাকরিতে ঘুষ খাওয়ার দিন শেষ। আমি ওয়াদা করছি, আমি কখনো ঘুষ খাব না।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে লাকসাম উপজেলার গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, একটি এলাকায় মাদক সেবন করে সর্বোচ্চ ১০০ জন। কিন্তু আমরা মানুষ আছি হাজার হাজার। এই হাজার মানুষ মিলে কি ১০০ লোককে ভালো করতে পারব না? আমরা মাদকের কুফল তুলে ধরব।
যারা মাদকে জড়িত তাদের আলোর পথে এনে পুর্নবাসনের ব্যবস্থা করব।
জামায়াতের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, একটি দল ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট কেনাবেচা করছে। কেউ কাউকে বেহেশত দিতে পারে? আমার জানা নেই। একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে কে বেহেশত যাবেন আর কে দোজখে যাবেন? তাঁরা ভাঁওতাবাজি করছে।
এই সমস্ত ভাঁওতাবাজিতে আপনারা কান দেবেন না।
নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আপনারা ভোটকেন্দ্রে যাবেন, উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, বাংলাদেশের আপসহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কখনো আপস করেননি।
দীর্ঘ লড়াই-সংগ্রামে তিনি তার একটি সন্তান হারিয়েছেন, আরেক সন্তানকে নির্যাতন করে বিদেশে পাঠানো হয়েছে। জিয়া পরিবারের অবদান এই জাতি কোনো দিন ভুলবে না।
উঠান বৈঠকে আরো বক্তব্য দেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।
পিএ/টিএ