টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, যিনি তাঁর মিষ্টি হাসি এবং প্রাণবন্ত অভিনয়ের জন্য পরিচিত, সম্প্রতি সম্পর্ক নিয়ে এক বাস্তবসম্মত এবং মজাদার মন্তব্য করেছেন। তিনি মনে করেন, সম্পর্কের মধ্যে ঝগড়া থাকাটা খুব স্বাভাবিক এবং এমনকি জরুরিও বটে!
শ্বেতা ভট্টাচার্য বলেন, "ঝগড়া ছাড়া কোনও সম্পর্ক পূর্ণ নয়।"
কেন ঝগড়া জরুরি? তার ব্যাখ্যায় তিনি যোগ করেন, "ঝগড়া না হলে সম্পর্ক যান্ত্রিক হয়ে যায়..."। তিনি মনে করেন, সম্পর্কের মধ্যে মতের অমিল বা ছোটখাটো ঝামেলা না থাকলে সেই সম্পর্ক প্রাণহীন, একঘেয়ে বা 'যান্ত্রিক' হয়ে ওঠে। ঝগড়ার মাধ্যমেই সম্পর্কের আবেগগুলো প্রকাশ পায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো -তিনি মনে করেন এই ঝগড়ার পরেই সম্পর্ক আরও মজবুত হয়। তিনি বলেন, "ঝগড়ার পরেই ভালোবাসা আরও বাড়ে।" তাঁর এই উক্তিটি প্রমাণ করে যে, তিনি সম্পর্কের চড়াই-উতরাইকে স্বাভাবিকভাবে গ্রহণ করেন এবং বিশ্বাস করেন যে, মন খুলে ঝগড়া করলে ভুল বোঝাবুঝি দূর হয় এবং সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়।