বিশ্ববাজারে তামার দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) গত বুধবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর পর ডলারের বিনিময় হার কমে গেছে, যা তামাসহ বিভিন্ন ধাতুর দামে প্রভাব ফেলেছে।
ব্রোকার কোম্পানি এসডিআইসি ফিউচারসের বিশ্লেষক শিয়াও জিং জানিয়েছেন, শুধু সুদহার কমানো নয়, ফেডের ব্যালান্স শিট সম্প্রসারণের কারণেও তামার দাম বাড়তে শুরু করেছে। এর ফলে বিনিয়োগকারীরা নতুন পরিস্থিতি বুঝে তাদের বিনিয়োগ পরিকল্পনা সামঞ্জস্য করছেন।
সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল তামার দাম ১.১৭ শতাংশ বেড়ে টনপ্রতি ৯২,৭৩০ ইউয়ানে (প্রায় ১৩,১৩৩ ডলার) পৌঁছেছে। একই সময়ে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম ১.৩৩ শতাংশ বেড়ে টনপ্রতি ১১,৭১০ ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ৮ ডিসেম্বর এলএমইতে তামার দাম রেকর্ড ১১,৭৭১ ডলারে পৌঁছেছিল।
শিয়াও জিং আরও বলেন, চিলির রাষ্ট্রায়ত্ত খনি কোদেলকোয় তামা উত্তোলনের পরিমাণ কমে যাওয়াও দাম বাড়ার পেছনে একটি বড় কারণ।
এছাড়া, গতকাল বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের দামও ঊর্ধ্বমুখী ছিল; এসএইচএফই ও এলএমইতে যথাক্রমে ০.৫৫ ও ০.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ডলারের বিনিময় হার কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশগুলোতে পণ্য ক্রয় সস্তা হওয়ায় চাহিদা বাড়ছে, যা পণ্যের দাম বৃদ্ধির প্রধান কারণ।
এ ধরনের পরিবর্তন বাজারে তরলতা বজায় রাখতে ফেডের পদক্ষেপ এবং গ্লোবাল খনিজ উত্পাদনের সাময়িক ঝামেলার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
টিকে/